বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তোমার জন্য অন্য মঞ্চ অপেক্ষা করছে,’ কিশোর অরিজিৎকে একদা বলেছিলেন কেকে

‘তোমার জন্য অন্য মঞ্চ অপেক্ষা করছে,’ কিশোর অরিজিৎকে একদা বলেছিলেন কেকে

কেমন ছিল কেকে এবং অরিজিৎ-এর মধ্যে সম্পর্ক?

কেমন ছিল কেকে এবং অরিজিৎ-এর মধ্যে সম্পর্ক?

কলকাতার নজরুল মঞ্চে লাইভ শো ছিল কৃষ্ণকুমার কুনাথের। আপামর সঙ্গীত প্রেমীর কাছে তিনি পরিচিত কেকে হিসেবেই। লাইভ শো শেষ করেই সেই মানুষটার চলে যাওয়া বড় আঘাত! এমনটা হবে কেউ ভাবতেও পারেনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড তথা গোটা দেশ। কেকে-র স্মৃতিচারণাতে মগ্ন বলিউড। এমন সময় নেটদুনিয়ায় কেকে-কে নিয়ে অরিজিৎ সিং-এর পুরনো একটি ভিডিয়ো ভাইরাল।

কেকে এবং অরিজিৎ দু'জনেই বলিউডের প্রথম সারির তারকা গায়ক বর্তমানে। কেমন ছিল তাঁদের মধ্যে সম্পর্ক? কিশোর বয়সে ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়্যালিটি শো-য়ে অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ সিং। সেখানে বিচারকের আসনে ছিলেন কেকে। কিশোর অরিজিৎ-এর প্রতিভাবে চিনে নিতে বিন্দুমাত্র ভুল হয়নি তাঁর।

‘ফেম গুরুকুল’ থেকে একটা সময় পর ছিটকে গিয়েছিলেন অরিজিৎ। কিন্তু সেই সময় কেকে নাকি তাঁকে বলেছিলেন, ‘তুমি প্রচণ্ড প্রতিভাবান শিল্পী। ভেঙে পড়ো না। তোমার গানের জন্য অন্য মঞ্চ তৈরি থাকবে।’ আর কেকে-এর মতো এত বড় মাপের একজন গায়কের কথায়, সেই সময় চোখে ছলছল করে উঠেছিল অরিজিৎ-এর।

এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। বলিউডে প্রতিষ্ঠিত এবং প্রথম সারির গায়ক হয়ে উঠেছেন অরিজিৎ। তবে এই দুই গায়কের গান নিয়ে যদিও নেটিজেনের মধ্যে তর্কবিতর্ক চলতেই থাকে। সদ্য এক সাক্ষাৎকারে অরিজিৎ সিং-এর প্রসঙ্গ উঠতে কেক জানিয়েছিলেন, তিনি অরিজিৎকে রিয়্যালিটি শো-কে যাত্রাপথের পদক্ষেপ হিসেবে ভাবতে। সঠিক সুযোগের অপেক্ষা করতে। সেই সুযোগ আসবেই। নেটদুনিয়ায় তাঁদের সেই পুরনো ভিডিয়ো দেখে চোখ ভিজছে নেটিজেনের।

বন্ধ করুন