দক্ষিণ ফ্লিম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক ত্রিনাধা রাও নক্কিনা। সম্প্রতি অভিনেত্রী অংশু আম্বানিকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। পরে যদিও তিনি ক্ষমা চেয়ে নেন মন্তব্যটি করার জন্য। পরিচালক ক্ষমা চাওয়ার পর একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। কী বললেন তিনি?
আরও পড়ুন: চূড়ান্ত ন্যাকামি! মিশমির জন্য নাকি সাধের চুল বলিদান দিয়ে দেবেন প্রিয়াংশু!
ঠিক কী হয়েছিল?
সম্প্রতি ‘মাজাক্কা’ টিজার লঞ্চ ইভেন্টে উপস্থিত হয়ে পরিচালক বলেছিলেন, অংশু এখন অনেক রোগা হয়ে গেছেন। তিনি আগে কেমন দেখতে ছিলেন তার ধারণা যদি না থাকে তাহলে অবশ্যই ‘মনমধুদু’ সিনেমাটি দেখুন। আমি ওকে খেতে বলেছিলাম এবং ওজন বাড়াতে বলেছিলাম। আমি ওকে বলেছিলাম, এত রোগা হলে তেলেগু সিনেমায় কাজ করা যাবে না। শরীরের আকার বড় হতে হবে। এখন ও অনেকটাই মোটা হয়েছে, তবে আরও মোটা হতে হবে।
পরিচালকের এই কথায় খুব স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। রাজ্য মহিলা কমিশন ডিরেক্টর নোটিশ জারি করার পর পরিচালক ফের একটি বিবৃতি জারি করে ক্ষমা চান মন্তব্যটি করার জন্য।
আরও পড়ুন: লালন গীতির সঙ্গে কবীরের দোহা মিলেমিশে একাকার! শুভা মুদগলের কণ্ঠে 'স্পষ্ট বাংলা' শুনে অভিভূত নেটপাড়া
পরিচালক বলেন, আমি জানতে পেরেছি আমার বক্তব্যে বেশ কিছু মানুষ অস্বস্তিতে পড়েছেন। আমি ব্যাপারটি মজার ছলে বলেছিলাম। বুঝতে পারিনি এই মন্তব্যে কেউ আঘাত পেতে পারে। আমি আন্তরিকভাবে সকলের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অংশুর থেকেও ক্ষমা চাইব। আমি বুঝতে পারিনি এত বড় সমস্যা তৈরি হবে।
পরিচালকের ক্ষমা চাওয়ার পরেই একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। ভিডিয়োয় তিনি বলেন, আমি সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত। পরিচালকের সঙ্গে কাজ করেও আমি খুব আনন্দিত। আমি প্রায় ৬০ দিন কাজ করেছি ওঁর সঙ্গে। ওঁর পরিবারের একজন হয়ে গিয়েছিলাম আমি। আমার কাম ব্যাক এত ভাল হত না যদি আমি ওঁর সঙ্গে কাজ না করতাম। ওঁর প্রতি আমার অগাধ বিশ্বাস এবং সম্মান রয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অংশু। বিয়ের পর বেশ কয়েক বছর সিনেমা জগত থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ফের ‘মাজাক্কা’ সিনেমার হাত ধরে সিনেমা জগতে ফিরে আসেন তিনি।