বাংলা নিউজ > বায়োস্কোপ > Anshula Kapoor: বাহুডোরে প্রেমিক, পরন্ত সূর্যালোক গায়ে মেখে প্রেমের সাগরে ডুব অর্জুনের বোনের

Anshula Kapoor: বাহুডোরে প্রেমিক, পরন্ত সূর্যালোক গায়ে মেখে প্রেমের সাগরে ডুব অর্জুনের বোনের

অংশুলা কাপুরের প্রেম

অংশুলার পোস্টে দেখা যাচ্ছে নীল সমুদ্র ডুব দিয়ে একে অপরকে বাহুডোরে বেঁধে রেখেছেন। পরন্ত সূর্যের আলোয় তোলা ছবিটি যেন আরও উজ্জ্বল। দুজনেই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। চোখের পলক পরছে না। আ। তাঁদের চারপাশে ঢেউ তুলেছে নীল সমুদ্র। আর এভাবেই নিজেদের সম্পর্কের বর্ষপূর্তি সেটিকে স্বীকৃতি দিয়েছেন অংশুলা কাপুর। 

সোনম, রিয়া কাপুর এখন বিবাহিত। এবার পালা অংশুলা, জাহ্নবী ও খুশি কাপুরের। কাপুর বাড়িতে কি ফের বিয়ের সানাই বাজতে চলেছে? অর্জুন কাপুরের আদরের বোনের পোস্ট ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। প্রেমের সাগরে ডুব দিয়েছেন অংশুলা কাপুর। তা পাত্র কে? ইনি হলেন রোহন ঠক্কর। পেশায় চিত্রনাট্যকার বলেই জানা যাচ্ছে।

অংশুলার পোস্টে দেখা যাচ্ছে নীল সমুদ্র ডুব দিয়ে একে অপরকে বাহুডোরে বেঁধে রেখেছেন। পরন্ত সূর্যের আলোয় তোলা ছবিটি যেন আরও উজ্জ্বল। দুজনেই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। চোখের পলক পরছে না। আ। তাঁদের চারপাশে ঢেউ তুলেছে নীল সমুদ্র। আর এভাবেই নিজেদের সম্পর্কের বর্ষপূর্তি সেটিকে স্বীকৃতি দিয়েছেন অংশুলা কাপুর। ক্যাপশানে লিখেছেন, ‘৩৬৬’। অর্থাৎ সম্পর্কের বছরপূর্তির দিকেই ইঙ্গিত দিয়েছেন অংশুলা।

আরও পড়ুন-'পাঠান'-এর সাফল্য, ভারতীয় বাজারের সবথেকে দামি গাড়ি কিনলেন ‘কিং খান’ শাহরুখ

আর পড়ুন-'করণের ছবিতে অভিনয় করুন, ওকে নিয়েই ডুববেন', গান্ধীদের 'পরিবার' খোঁচা বিবেকের

ইনস্টাস্টোরিতেও রোহণের সঙ্গে দ্বীপে সময় কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন অংশুলা কাপুর। অংশুলার পোস্টের নিচে দিদি রিয়া কাপুর লিখেছেন, ‘কিউটিস।’ কাকিমা মহীপ কাপুর লাল হার্ট ইমোজি দিয়েছেন।  যদিও আদরের বোনের পোস্টে দাদা অর্জুন কাপুরকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

<p>রোহন ও অংশুলা</p>

রোহন ও অংশুলা

গত বছর ডিসেম্বরে নিজের জন্মদিনের আগে, অনুশুলা এবং রোহান থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন সেখানে একটি কনসার্টেও যোগ দেন তাঁরা। সেখান থেকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন। অংশুলা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জন্মদিনের মাস শুরু হয়েছিল ধুমধাম করে!!! এত নাচ করেছি যে ফুট ম্যাসাজ প্রয়োজন!!’ এদিকে সম্প্রতি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অংশুলা কাপুর। সম্প্রতি র‍্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছে অংশুলাকে। প্রসঙ্গত, পরিবারে কমবেশি সকলেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নিলেও বনি কাপুরের এই মেয়ে অভিনয়ে আসেননি। তবে পড়াশোনায় অংশুলা নাকি বেশ মেধাবী, তিনি নাকি গুগলে চাকরিও করেছেন। চাকরি করেছেন হৃত্বিক রোশনের সংস্থাতেও। নিউ ইয়র্কের বানার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি রয়েছে অংশুলার। সাহিত্, ভূগোল, রসায়ন, ইংরাজি তাঁর প্রিয় বিষয় বলে জানা যায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.