সোনম, রিয়া কাপুর এখন বিবাহিত। এবার পালা অংশুলা, জাহ্নবী ও খুশি কাপুরের। কাপুর বাড়িতে কি ফের বিয়ের সানাই বাজতে চলেছে? অর্জুন কাপুরের আদরের বোনের পোস্ট ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। প্রেমের সাগরে ডুব দিয়েছেন অংশুলা কাপুর। তা পাত্র কে? ইনি হলেন রোহন ঠক্কর। পেশায় চিত্রনাট্যকার বলেই জানা যাচ্ছে।
অংশুলার পোস্টে দেখা যাচ্ছে নীল সমুদ্র ডুব দিয়ে একে অপরকে বাহুডোরে বেঁধে রেখেছেন। পরন্ত সূর্যের আলোয় তোলা ছবিটি যেন আরও উজ্জ্বল। দুজনেই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। চোখের পলক পরছে না। আ। তাঁদের চারপাশে ঢেউ তুলেছে নীল সমুদ্র। আর এভাবেই নিজেদের সম্পর্কের বর্ষপূর্তি সেটিকে স্বীকৃতি দিয়েছেন অংশুলা কাপুর। ক্যাপশানে লিখেছেন, ‘৩৬৬’। অর্থাৎ সম্পর্কের বছরপূর্তির দিকেই ইঙ্গিত দিয়েছেন অংশুলা।
আরও পড়ুন-'পাঠান'-এর সাফল্য, ভারতীয় বাজারের সবথেকে দামি গাড়ি কিনলেন ‘কিং খান’ শাহরুখ
আর পড়ুন-'করণের ছবিতে অভিনয় করুন, ওকে নিয়েই ডুববেন', গান্ধীদের 'পরিবার' খোঁচা বিবেকের
ইনস্টাস্টোরিতেও রোহণের সঙ্গে দ্বীপে সময় কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন অংশুলা কাপুর। অংশুলার পোস্টের নিচে দিদি রিয়া কাপুর লিখেছেন, ‘কিউটিস।’ কাকিমা মহীপ কাপুর লাল হার্ট ইমোজি দিয়েছেন। যদিও আদরের বোনের পোস্টে দাদা অর্জুন কাপুরকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
গত বছর ডিসেম্বরে নিজের জন্মদিনের আগে, অনুশুলা এবং রোহান থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন সেখানে একটি কনসার্টেও যোগ দেন তাঁরা। সেখান থেকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন। অংশুলা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জন্মদিনের মাস শুরু হয়েছিল ধুমধাম করে!!! এত নাচ করেছি যে ফুট ম্যাসাজ প্রয়োজন!!’ এদিকে সম্প্রতি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অংশুলা কাপুর। সম্প্রতি র্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছে অংশুলাকে। প্রসঙ্গত, পরিবারে কমবেশি সকলেই অভিনয়কে পেশা হিসাবে বেছে নিলেও বনি কাপুরের এই মেয়ে অভিনয়ে আসেননি। তবে পড়াশোনায় অংশুলা নাকি বেশ মেধাবী, তিনি নাকি গুগলে চাকরিও করেছেন। চাকরি করেছেন হৃত্বিক রোশনের সংস্থাতেও। নিউ ইয়র্কের বানার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি রয়েছে অংশুলার। সাহিত্, ভূগোল, রসায়ন, ইংরাজি তাঁর প্রিয় বিষয় বলে জানা যায়।