সারেগামাপা-র শনিবারের পর্ব ঘিরে বিতর্ক তুঙ্গে! এইদিনের এপিসোড শেষে এই সিজন থেকে বাদ পড়লেন দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে সপ্তপর্ণী, তাঁর সঙ্গ দেন জি সারেগামাপা-র বিজয়ী কুশল। বিশাল-শেখরের কম্পোজ করা ‘খুদা জানে’-এর মতো রোম্যান্টিক গান গেয়েও বিচারকদের মন জিততে পারেননি সপ্তপর্ণী বসু। ফলস্বরূপ মাত্র ২২ নম্বর পেয়ে শো থেকে বাদ পড়লেন তিনি।
সপ্তপর্ণীর পারফরম্যান্সের কমবেশি সমালোচনা করেন প্রত্যেক বিচারকই। তবে অন্তরা মিত্রর মতামত নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। অন্তরা নিজ ভঙ্গিতে সপ্তপর্ণীকে দু-লাইন ফের গাইতে বলেন। এরপর নিজে সেই দু-লাইন গেয়ে জানান, ‘হামকো ক্যায়া লেনা (একটু ন্যাকা সুরে) এইগুলোর দরকার নেই। এটা না বয়-গার্ল গান ছিল না। এটা ম্যান-ওম্যান সং। এইগুলোর কোনও দরকার নেই’।
অন্তরা বোঝাতে চাইলেন এটা পরিণত প্রেমের গান, সেইখানে অকারণে ভাইব্রেটো আনার দরকার ছিল না। কিন্তু অন্তরার সে কথা বলার ধরণ পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। পাশাপাশি সপ্তপর্ণী সুর-তালে গেয়েছেন, সে কথা স্পষ্ট জানান জাভেদ আলি।
একজন নেটিজেন লেখেন, ‘মেয়েটিতো এত ঢং করে গায়নি যতটা অন্তরা করলো’। অপর একজন লেখেন, 'উক্ত বিচারককে আগে ক'টা বাংলা গান শুদ্ধভাবে নির্ভুল গাওয়ার জন্য অনুরোধ রইলো৷ পরে না হয় বিচার করবেন।' আরেকজন বলেন, ‘অন্তরা নিজেই গান পারে না, ইন্ডিয়ান আইডল ২-তে কী ওভারঅ্যাক্টিং করত…ভাবছে আমরা ভুলে গেছি। সবসময় নিজেকে বড় মনে করে, যেন শ্রেয়া ঘোষাল’।
কেউ কেউ আবার জানান, অন্তরার বলার ধরণে ভুল ছিল। অন্তরার সাপোর্টেও কেউ মুখ খোলেননি তেমন নয়। তবে সেই সংখ্যাটা হাতে গোনা। একজন জনৈক লেখেন, ‘অন্তরা ঠিক বলেছেন। সব বোদ্ধা পাবলিকগুলো আসে নেগেটিভ কমেন্ট করতে। আসলে কম পরিচিতি বলে শিল্পীর মর্যাদা নেই। খুব লাগলো শুনে মেয়েটি ন্যাকামি করে গান গেয়েছে, একদম সোজাসুজি বলেছে। সেটাই বিচারকের কাজ’।
আশ্চর্যজনকভাবে ইমন-রাঘবের টিমের সদস্যা সপ্তপর্ণীকে ৭ নম্বর করে দেন জাভেদ আলি -জোজো এবং কৌশিকি-ইন্দ্রদীপের জুটি। অন্তরা-শান্তনু কিন্তু এক নম্বর বেশি (৮) দেয় সপ্তপর্ণীকে। যার জেরে তাঁর স্কোর দাঁড়ায় ২২। বিদায়বেলায় চোখে জল সপ্তপর্ণীর। ইমন জানান, ‘তুই আমাদের টিমে ছিলিস, আমাদের অনেক আনন্দ দিয়েছিস। সহ-প্রতিযোগিদের অনেক হাসিয়েছিস, তোর আগামী পথ অনেক সুন্দর হোক’।
একটা সময় সারেগামাপা-র কোরাস টিমে গাইতেন সপ্তপর্ণী, তারপর মূল মঞ্চে জায়গা করে নেওয়া। এই সফর তাঁর হৃদয়ে গাঁথা থাকবে জানান সপ্তপর্ণী।