আর জি করের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। বড় প্রশ্নের মুখে রাজ্যের নারীসুরক্ষা। রাখঢাক করে কথা বলা কোনওদিনই স্বভাবে নেই অন্তরা মিত্রর। এই গায়িকা মনের কথা বলতে পিছপা হন না।
আর জি করের মহিলা চিকিৎসককে নারকীয় যৌন নির্যাতন ও খুনের ইস্যুতে এবার পুুরুষ অধিকার রক্ষা কর্মী নন্দিনী ভট্টাচার্যকে বিঁধলেন অন্তরা। এর আগে ধর্ষণ প্রসঙ্গে মেয়েদের টার্গেট করতে ছাড়েননি নন্দিনী। তাঁকে এমন কথাও বলতে শোনা গিয়েছে, ‘ভিক্টিম কার্ড প্লে করাটা মেয়েদের অভ্যাসে এসে দাঁড়িয়েছে’। এবার নন্দিনীকে নিয়ে সমাজ মাধ্যমে কলম ধরলেন অন্তরা। তিনি ট্রোল হতে পারেন জেনেও রাখঢাক না রেখেই মনের কথা বললেন।
অন্তরা লেখেন, ‘এই দিদি কে আমার দারুন লাগে। মেয়েরা ছেলেদের স্বাধীনতাতে হস্তক্ষেপ করে, টাকা নিয়ে নেয়, সব গোল্ড ডিগার (পয়সা লোভী নারী) ইত্যাদি সম্পর্কে দারুন দারুন তর্ক করেন উনি..ওনার যুক্তি আমার দারুণ লাগে। অসাধারন সব কথা বলেন। কাল ওনাকে কিন্তু মিছিলে চাই’।
এরপর অন্তরা যোগ করেন, ‘ওনাকে কিন্তু কাল পুরুষ মানুষের যৌন চাহিদাকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা নিয়ে একটু বলতে হবে। কর্মক্ষেত্রে কিভাবে মহিলা কর্মীকে মাংসের দলা ভাবা উচিত নয় , কী কী করলে পিতা ও পুত্র দুইকে মানুষে পরিনত করা যাবে। এই নিয়ে উনি -যে মায়েরা ছেলে মানুষ করছেন তাদের একটু জ্ঞান দেবেন — এটা কিন্তু চাই । CCTV নেই কেন , মহিলা কমিশন কোথায় ইত্যাদি নিয়ে কথা নয়। সবাই তো TikTok করেন না দিদি …. কেউ কেউ ডাক্তার হতে চান। তাদের মরতে হয়। সেটা সংখ্যায় এই জাতীয় পুরুষ মৃত্যুর চেয়ে ঢের বেশি। তাই যুদ্ধটা যে নারী বনাম পুরুষ নয়। পিশাচ বনাম মানুষ সেটা নিয়ে যেন উনি একটু বলেন’।
অন্তরার এই জ্বালাময়ী পোস্টে সমর্থন জানিয়েছেন সকলেই। একজন লেখেন, ‘প্রতিবাদ এইভাবেও করা যায়’। সুরকার দেবজ্যোতি মিশ্র বলেন, ‘দুর্দান্ত বলেছেন তো। একদম ঠিক’।
আরও পড়ুন-মা হলেন প্রীতি বিশ্বাস! হরগৌরীর শঙ্করের ঘরে এল ছোট্ট দুর্গা, কী বলছেন রাহুল?
অন্তরা স্পষ্ট বলেছেন তিনি নারীবাদী নন। আসলে নারীবাদ, পুরুষবাদে তিনি বিশ্বাসী নন। তিনি বিশ্বাসী সমান অধিকারী। এমন সমাজের স্বপ্ন দেখেন গায়িকা যেখানে কর্মক্ষেত্রে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারবে।