গেরুয়া বলুন বা শাড়ি কা ফল সা, একটার পর একটা হিট গান উপহার দিয়েছেন তিনি। সেই গায়িকা অন্তরা মিত্রকে বর্তমানে সারেগামাপাতে দেখা যাচ্ছে। সেখানে কোনও প্রতিযোগীর ভুল ধরালে বা কোনও মন্তব্য করলেই তাঁকে কটাক্ষ শুনতে হয়। এবার এই সোশ্যাল মিডিয়ার লাগাতার আক্রমণ নিয়ে মুখ খুললেন তিনি।
কী জানালেন অন্তরা?
অরিজিৎ চক্রবর্তীর একটি পডকাস্ট শোতে এদিন হাজির ছিলেন অন্তরা মিত্র। সেখানেই তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায় আকছার তাঁকে যে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয় সেটা তিনি কীভাবে হ্যান্ডেল করেন। বা সেই খারাপ মন্তব্যগুলো কী প্রভাব ফেলে তাঁর উপর। এই বিষয়ে কথা বলতে গিয়ে অন্তরা বলেন, 'আজকাল সঙ্গীতের সমালোচনা তো করে না কেউ। কনস্ট্রাকটিভ আলোচনা খুব কম মানুষ করে। বাবা বলে এগুলো অধিকাংশটাই হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। যে তার থেকে একটু সক্ষম তাকে গালিগালাজ করে সেই বিনোদন পেতে চায়। তাহলে এবার অনেকেই বলতে পারেন যে আমাদের শ্রোতাদের কি অধিকার নেই আপনাদের গান ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা বলার। হ্যাঁ, আছে। নিশ্চয় আছে। আমার যেমন মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে কথা বলার একটা ধরন আছে। আমি যদি আজ মঞ্চ থেকে দর্শকদের তুই তোকারি করি সেটা কি ভালো লাগবে? সেটা যেমন আপনারা শ্রোতা দর্শক হিসেবে নিতে পারবেন না ঠিক তেমনি কোনও শিল্পীর সঙ্গে যদি খুব অমার্জিত ভাবে কথা বলা হয় তাহলে কেন এটা ধরে নেওয়া হয় যে সেই শিল্পী সেটা নিতে পারবে। নিতে না পারার পরিসীমা ক্রস করে চলে গেছি আমরা। আমাদের গায়ের চামড়া মোটা হতে হতে....'
এদিন গেরুয়া খ্যাত গায়িকা আরও বলেন, 'আমার মনে হয় এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো বলে। এই নেতিবাচক কথাগুলো পড়তে পড়তে একটা সময় কান্না পায়, খারাপ লাগে তারপর উদাসীন হতে শুরু করে। আর সেই উদাসীনতা যদি সোশ্যাল মিডিয়া থেকে গড়িয়ে ব্যক্তিগত জীবনে এসে যায় তাহলে ভাবো সেটা কতটা খারাপ হতে পারে। এই কালচারটা বন্ধ হওয়া উচিত। বা কমা উচিত। এটা যদি ট্রেন্ড হয় তাহলে আমার মনে হয় এটাও শেষ হবে।'
আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির আঁচ পশ্চিমবঙ্গে! ওপার বাংলার হিন্দু নিপীড়নের প্রতিবাদে রেজওয়ানাকে বয়কটের দাবি
অন্তরা মিত্রকে বর্তমানে সারেগামাপায় বিচারকের আসনে দেখা যাচ্ছে। সেখানে বিচারক হিসেবে আছেন শান্তনু মৈত্র, ইমন চক্রবর্তী, জাভেদ আলি, জোজো, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং রাঘব চট্টোপাধ্যায়। সঞ্চালক হিসেবে আছেন আবির চট্টোপাধ্যায়। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচার হয় এই শো।