'আশিকি' খ্যাত অনু আগরওয়ালকে সকলেই চেনেন। তিনি 'ওয়ান টেক আর্টিস্ট' নামে খ্যাত, কারণ অভিনেত্রী একটা টেকেই পুরো দৃশ্য খুব সহজেই করে ফেলতেন। তা তাঁর সেই দারুণ প্রতিভা দিয়ে তিনি সকলের নজর কেড়েছিলেন। তাঁর এই অসাধারণ ক্ষমতার জন্য তিনি যে বেশ চর্চিত সে কথাও বলা বাহুল্য। তাই পরিচালক মহেশ ভাট অভিনেত্রীকে খুব স্নেহ করেন। তাঁর এই দারুণ অভিনয় ক্ষমতার জন্য মহেশ ভাট তাঁকে প্রথম 'ওয়ান- টেক আর্টিস্ট' বলে ডাকা শুরু করেন।
সম্প্রতি বলিউড বাবলকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেত্রী অনু আগরওয়ালকে তাঁর সেই ব্যতিক্রমী প্রতিভার কথা তুলে ধরে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী একটি ছবিটির একটি আবেগঘন দৃশ্য কথা জানান। অনু আগরওয়াল সেই দৃশ্য করার সময় তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল তা বলিউড বাবলের সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান যে, সেই দৃশ্যটি তিনি আর পাঁচটা দৃশ্যের মতোই অনেকটা মনোযোগ সহকারে করছিলেন। কিন্তু তাঁর উপস্থাপনা ও পরিবেশনা দেখে ক্রুরাও বিস্মিত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: ‘আয়না দেখে মনে হচ্ছিল, একটা অন্য মনামীকে দেখছি’, জানালেন পদাতিকের গীতা সেন
এই দৃশ্য করার সময়কার অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অভিনেত্রী তাঁর অভিনয় জীবনের শুরু দিকের কঠিন মুহূর্তের কথাও তুলে ধরেন। তিনি জানান, বাবা-মা ছাড়া একাই মুম্বইতে থাকতেন তিনি। তাই সবটাই নিজেকে একা হাতে সামলাতে হতো। পাশাপাশি তিনি মডেলিংও করতেন। সেখান থেকেই অনুর উত্তরণ বলা চলে। অভিনয়ের ক্ষেত্রে তাঁর সেভাবে কখনও আলাদা করে শেখার সুযোগ হয়নি। কাজ করতে করতেই তিনি শিখেছেন। কিন্তু তার সত্ত্বেও তিনি একটানা পুরো দৃশ্য করে ফেলতেন। একটি টেকেই শট ওকে করতেন। এই কথা বলতে গিয়ে অভিনেত্রী পরিচালক মহেশ ভাটের উল্লেখ্য করে বলেন, তার এই 'ওয়ান টেক ওকে' করার জন্য মহেশ তাঁকে 'ওয়ান- টেক আর্টিস্ট' বলে উল্লেখ করেছিলেন। যদিও তাঁর মতে এই কাজটি সর্বজনীনভাবে প্রশংসিত হয়নি। শুধু তাই নয় তাঁকে অধিক স্নেহ করার জন্য তাঁর অনেক সহকর্মীরই তাঁকে ঈর্ষা করতেন।
আরও পড়ুন: হইচই ফেলে দিয়েছেন অপর্ণা-অঞ্জন জুটি! নেপথ্যে রয়েছেন পরমব্রত! কীভাবে?
ঠিক কী রকমের নেতিবাচক প্রতিক্রিয়া পেতেন তিনি সবার থেকে? সে সম্পর্কে প্রশ্ন করা হলে, অনু উল্লেখ করেন যে তাঁর এবং মহেশ ভাটের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করেছিল। অনেকেই মনে করতেন তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই অনুর প্রতি পক্ষপাতিত্ব করেন পরিচালক। পাশাপাশি আরও নানা জল্পনা শুরু হয়। তবে এক সমালোচনা সত্ত্বেও, অনু সবকিছুকে উপেক্ষা করে নিজের কাজকেই বেছে নিয়েছিলেন।