বাংলা নিউজ > বায়োস্কোপ > Anu Malik-Neha Kakkar: নেহার 'গানের গুঁতো'! অসহায় বোধ করে নিজেই নিজেকে চড় মেরেছিলেন অনু

Anu Malik-Neha Kakkar: নেহার 'গানের গুঁতো'! অসহায় বোধ করে নিজেই নিজেকে চড় মেরেছিলেন অনু

অনুর সঙ্গে নেহার আপাতত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

বেশ কয়েক বছর আগের ঘটনা। গায়িকা হিসেবে তখনও নাম করেননি নেহা। নিজের স্বপ্নপূরণ করতে অংশগ্রহব করেছিলেন 'ইন্ডিয়ান আইডল'-এ।

নেহা কক্কর। এই নাম বা তাঁর গানের সঙ্গে পরিচিত নন, এমন মানুষ বোধ হয় খুঁজলেও পাওয়া যাবে না। নেহার গায়কি নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে বটে। কিন্তু জানেন কি, জনপ্রিয়তার শিখরে থাকা এই গায়িকার 'গানের গুঁতো'য় কুপোকাত হয়েছিলেন অনু মালিক?

বেশ কয়েক বছর আগের ঘটনা। গায়িকা হিসেবে তখনও নাম করেননি নেহা। নিজের স্বপ্নপূরণ করতে অংশগ্রহব করেছিলেন 'ইন্ডিয়ান আইডল'-এ। সেই সময় বিচারকের আসনে ছিলেন অনু মালিক, সোনু নিগম এবং ফারহা খান। তাঁদের সামনে 'রিফিউজি' ছবির 'অ্যায়সা লাগতা হ্যায়' গানটি ধরেন নেহা। ব্যাস, তার পরেই কেলেঙ্কারি!

নেহার গান তিন বিচারকের একেবারেই মনে ধরেনি। তাদের অভিব্যক্তিতে তা স্পষ্ট। কিন্তু অনু নিজেকে আর সামলাতে পারেননি। তিনি বলে বসেন, 'নেহা, তোমার গান শুনে নিজেকে চড় মারতে ইচ্ছা করছে।' এখানেই থেমে থাকেননি তিনি। কথা শেষ করতেই নিজের গালে একটি চড় কষান তিনি। নেহার অডিশনের সেই ভিডিয়ো নতুন করে ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

(আরও পড়ুন: ‘ইচ্ছে করছে নেহার বিরুদ্ধে মামলা করতে’, অনুমতি না নিয়েই রিমেক, ক্ষুব্ধ ফাল্গুনী)

 

'ইন্ডিয়ান আইডল'-এ খুব বেশি দূর এগতে পারেননি নেহা। তবে ২০১২ সালে ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ গেয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা। এর পর আর পিছন ফিরে তাকাননি গায়িকা। ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’, 'মুড় মুড়কে'র মতো গান গেয়ে বলিউডে নিজের জমি শক্ত করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়। যে অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে এক সময় নেহাকে চলে যেতে হয়েছিল, বৰ্তমানে তিনি সেই 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারকদের একজন।

বন্ধ করুন