একটি সামাজিক-রাজনৈতিক ছবির হাত ধরে টলিউডে আসছে নতুন জুটি। আসন্ন একটি বাংলা ছবিতে জুটি বাঁধতে চলেছেন ওয়েব মাধ্যমের অতি পরিচিত মুখ অনুভব কাঞ্জিলাল এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। ভারত বাংলাদেশের মধ্যে যে জায়গা নিয়ে এত সমস্যা সেই ছিটমহলের উপরে ভিত্তি করে বানানো হচ্ছে এই ছবি। নাম দাফন।
সুজয় পাল এবং অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি দাফনে একগুচ্ছ নতুন ট্যালেন্ট দেখা যাবে। দেখা যাবে নতুন প্রজন্মকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অনুভব কাঞ্জিলাল, অনুষ্কা চক্রবর্তী, অঙ্কিতা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী, রেমো, প্রমুখ।
এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে টাইমস অব ইন্ডিয়াকে অনুভব জানান তিনি মুখিয়ে আছেন এই ছবির শ্যুটিং শুরু করার জন্য। তাঁর কথায় দাফন ছবিতে যে দুর্দান্ত চমক এবং মোড়গুলি রয়েছে সেগুলি অনবদ্য। এখানে তিনজন বন্দুকধারী পুরুষ, এবং এক মহিলা একটি অ্যাম্বুলেন্সকে হাইজ্যাক করবেন। মধ্যরাতে এক গর্ভবতী মহিলা এবং তাঁর স্বামী সহ সেই অ্যাম্বুলেন্স হাইজ্যাক করবেন তাঁরা। দেখেই বোঝা যাচ্ছে এই দলটি সন্ত্রাসবাদী দল। এবং তাঁদের উদ্দেশ্য সরকারকে বার্তা দেওয়া। সামাজিক-রাজনৈতিক স্তরে যে হিপোক্রেসি দেখা যায় সেটাকেই এখানে নানা পরতের মধ্যে তুলে ধরা হয়েছে।
অনুভব এই ছবির বিষয়ে আরও জানিয়েছেন। তাঁর কথায়, 'ছবির অধিকাংশ শ্যুটিং হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আমরা ভীষণ রকম চেষ্টা করছি যাতে এই অ্যাম্বুলেন্স সিনটাকে যতটা সম্ভব বাস্তবের রূপ দিতে। এর থেকে বেশি কিছু বলব না, তবে এটা বলছি এই ছবি ক্লাইম্যাক্স দর্শকদের চমকে রেখে দেবে। শিউরে উঠবেন তাঁরা। আমাদের সমাজের যে নানা দিক আছে সেটাকেই যেন আয়নার মতো এই ছবিতে তুলে ধরা হবে।'
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এই ছবির শ্যুটিং শুরু হচ্ছে। অমিত-ইশান ছবির সঙ্গীত পরিচালনা করছেন। ক্যামেরায় থাকছেন শুভদীপ নস্কর। ফলে সবটা মিলিয়ে এই ছবির টিম একেবারেই প্রস্তুত দর্শকদের নতুন কিছু উপহার দিতে যেখানে মিশে থাকবে বাস্তবের ছোঁয়া, সমাজের প্রতিচ্ছবি।