নতুন পরিচালক , জুটিকে সামনে রেখে ধীরে কাজের পরিসর বাড়ছে টলিউডে ৷ প্রযোজকেরাও আজকাল ঝুঁকি নিতে সাহস দেখাচ্ছেন ৷ সেই সৌজন্যেই আবারও একবার এক নতুন জুটির সন্ধান পেতে চলেছেন বাংলার সিনেমাপ্রেমী মানুষ ৷ অঞ্জন কাঞ্জিলালের পরিচালনায় প্রথম বারের জন্য বড়ো পর্দায় জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল৷ মহালয়ার দিন মুক্তি পেল তাঁদের ছবি সহবাসের পোস্টার ৷
প্রায় ২৫ বছর ব্যবসার সূত্রে দিল্লিতে রয়েছেন অঞ্জন বাবু । কিন্তু থিয়েটারের নেশা থেকে দূরে থাকতে পারেননি। ‘গ্রিন রুম থিয়েটার’ গ্রুপে এখনও নিয়মিত কাজ করেন তিনি। তবে ছবির পরিচালনায় প্রথমবার আসতে চলেছেন । এছাড়াও তাঁর আর একটি পরিচয় রয়েছে, অনুভব-অঞ্জন হলেন সম্পর্কে ছেলে ও বাবা ৷
এর আগে অব্যক্তর মতো বহুল প্রশংসিত ছবিতে কাজ করলেও বাবার নির্দেশনায় প্রথমবার বড়পর্দায় প্রথমবার আস্তে চলেছেন অনুভব। তবে বাবার সঙ্গে কাজ করা নিয়ে খানিকটা স্বস্তিতেই তিনি। ছবিতে ইশা-অনুভব ছাড়াও রয়েছেন, সায়নি ঘোষ, দেবলিনা দত্ত, ব্রাত্য বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, তুলিকা বসু৷
ছবি প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক জানান ‘ মূলত লিভ ইন রিলেশনের গল্প বলবে এই ছবি ৷ আজকের প্রজন্মের ছেলেমেয়েদের কমিটমেন্টে যেতে ভয় পায় ৷ সেইখান থেকেই নতুনভাবে একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে ৷আগের প্রজন্মের বিয়ে বা পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা ছিল ৷ দুই মিলিয়েই তৈরি হয়েছে প্লট ৷ স্বাভাবিক ভাবেই কিছু ক্রাইসিস , নাটকীয় দৃশ্যের ব্যবহার ঘটেছে ছবিতে’৷
লকডাউন ও করোনা সংক্রমণের ফলে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল। আনলক ৪ চালু হলেও সিনেমা হল কবে থেকে খুলবে তার কোনও সরকারি নির্দেশিকা এখনও এসে পৌঁছয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি আলো দেখবে সহবাসে।