বাংলা নিউজ > বায়োস্কোপ > Anubhav Sinha-Shah Rukh Khan: সেদিন শাহরুখের কথায় খুব কষ্ট পেয়েছিলাম, ও কীভাবে এটা বলতে পারে: অনুভব সিনহা

Anubhav Sinha-Shah Rukh Khan: সেদিন শাহরুখের কথায় খুব কষ্ট পেয়েছিলাম, ও কীভাবে এটা বলতে পারে: অনুভব সিনহা

শাহরুখ খান ও অনুভব সিনহা

তিনি বলেন, ‘সকলেই যখন রা.ওয়ানকে ফ্লপ বলল, আমি কিন্তুু বলিনি। তারপর একদিন একটি টিভি চ্যানেলে খোদ শাহরুখ যখন Ra.One-কে ফ্লপ বলল, তখন খুব আঘাত পেয়েছিলাম। ভেবেছিলাম শাহরুখ কীভাবে এটা বলতে পারেন! আর তারপরই আমিও বাধ্য হয়ে রা.ওয়ানকে ফ্লপই বলতাম, তখন লোকজন আমায় বলেন, ছবিটা কিন্তু ভালো হয়েছে।

বলিউডে তৈরি হওয়া সুপারহিরো ফিকশন গুলির মধ্যে অন্যতম শাহরুখ খান অভিনীত ‘রা.ওয়ান’। সেসময় এই ছবিটি ছিল বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি। 'রা.ওয়ান' বক্স অফিসে চূ়ড়ান্ত সফল না হলেও ছবিটি আলোচনায় উঠে এসেছে। দর্শকরা ছবির গান, ভিএফএক্সের প্রশংসা করেছেন। এই ছবিতেই প্রথমবার সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেন শাহরুখ! 'রা.ওয়ান' মুক্তির ১২ বছর পর ছবিটি নিয়ে আরও একবার কথা বলেছেন পরিচালক অনুভব সিনহা।

সম্প্রতি কানেক্ট এফএম কানাডা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভব সিনহা নিজের তৈরি রা.ওয়ান নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সকলেই যখন রা.ওয়ানকে ফ্লপ বলল, আমি কিন্তুু বলিনি। তারপর একদিন একটি টিভি চ্যানেলে খোদ শাহরুখ যখন Ra.One-কে ফ্লপ বলল, তখন খুব আঘাত পেয়েছিলাম। ভেবেছিলাম শাহরুখ কীভাবে এটা বলতে পারেন! আর তারপরই আমিও বাধ্য হয়ে রা.ওয়ানকে ফ্লপই বলতাম, তখন লোকজন আমায় বলেন, ছবিটা কিন্তু ভালো হয়েছে। আসলে রা.ওয়ানের জন্য শাহরুখ নিজেকে উজার করে দিয়েছিলেন, সেকারণেই হয়ত তিনি কষ্ট পেয়ে কথাটা বলেছিলেন। কিন্তু তখন আমার অল্প বয়স তাই ওঁর কথায় আমি আহত হয়েছিলাম।’ অনুভবের কথায়, 'সেসময় বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক। এত বড়মাপের ছবি দেখে তাঁর বিশেষ ভালোভাবে নেননি।’

আরও পড়ুন-অস্কারে জায়গা পেতে ৮০ কোটি খরচ! এবার মুখ খুললেন RRR-এর প্রযোজক…

আরও পড়ুন-কখনও ডিনার, কখনও লাঞ্চ ডেট! AAP সাংসদের সঙ্গে প্রেম করছেন পরিণীতি চোপড়া!

<p>অনুভব সিনহা-শাহরুখ খান</p>

অনুভব সিনহা-শাহরুখ খান

অনুভব সিনহা জানান, ‘ছবিটি সেসময় ভারতীয় বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছিল, হয়ত যতটা চেয়েছিলাম, ততটা হয়নি, তবে ফ্লপ কখনওই নয়।’ খুব শীঘ্রই মুক্তি পাবে অনুভব সিনহা পরিচালিত ছবি 'ভিড়', যেখানে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেডনেকার এবং দিয়া মির্জা। ২৪ মার্চ মুক্তি পাবে ছবিটি। এদিকে ইতিমধ্যেই 'ভিড়' ছবিটি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে বিতর্ক এড়াতে ছবি থেকে নাকি মোদীর ভাষণ বাদ দেওয়া হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন