সদ্য মায়ের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন অনুমেঘা কাহালী। মা ঋতুপর্ণা কাহালীর সঙ্গে সে অংশ নেয় এই গেম শো-তে। বরাবরই খুদে প্রতিযোগীরা এলে, তাঁদের মতো করেই মেশেন রচনা। এবারও সেই চেষ্টাই করেছিলেন। তবে অনুমেঘা বুঝিয়ে দেয়, সে সাংঘাতিক বুদ্ধিমান।
দেখা গেল, অনুমেঘাকে রচনা জিজ্ঞাসা করছেন সে কোন ক্লাসে পড়ে। তাতে জবাব আসে ক্লাস থ্রি। আর শুধু তাই নয়, সুর করে রচনা প্রশ্ন করলে, সেই সুর ধরেই জবাব দেয় অনুমেঘা। এরপর জানায়, সে অর্কিড ইন্টারন্যাশাল স্কুলে পড়ছে বর্তমানে।
এরপর রচনা বলেন, ‘প্রিন্সিপাল বলল অনুমেঘা পড়াশোনা করে না’! আর তাতে অনুমঘা একটু চিন্তা করে জবাব দেয়, ‘আমার প্রিন্সিপালের নাম বলো’। তাতে রচনা বলেন, ‘প্রিন্সিপালের নাম তো নিতে নেই। আমি ফোনে বললাম, হ্যালো ম্যাম’। অনুমেঘা ছাড়ার পাত্রী নন, বলে ওঠেন, ‘ট্রু কলারে কী নাম উঠেছ বলো’। এতে রচনা বুদ্ধি করে জবাব দেন, ‘দেখাচ্ছে প্রিন্সিপাল ম্যাম’। তাতে অনুমেঘা বলে ওঠেন, ‘তুমি কি করে জানলে, আমাদেরই প্রিন্সিপাল ম্যাম?’
এবার রচনা বলল, ‘আমাকে তো জি থেকে ফোন লাগিয়ে দিল। বলল এটা অনুমেঘার প্রিন্সিপাল ম্যাম। কথা বলুন। ও একটু আসতে পারবে কি না!’ এরপর অনুমেঘা একগাল দুষ্টু হাসি দিয়ে বলে ওঠে, ‘তার মানে তুমি এসব বলবে! এবাবা ধরা পড়ে গেছ, ধরা পড়ে গেছ…’। হাসি থামাতে পারেননি রচনাও।
এপিসোডের এই ঝলক মনে ধরল নেট-নাগরিকদেরও। একজন মন্তব্য করলেন, ‘কী চালাক’। দ্বিতীয়জন লেখেন, ‘অনেক স্মার্ট। দুর্দান্ত।’
অনুমেঘাকে দেখা গিয়েছিল কাবুলিওয়ালা সিনেমায় মিনি-র চরিত্রে। টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা শিশু শিল্পী হিসেবে অ্যাওয়ার্ডও পায়। সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা'-তে আরও ছিলেন মিঠুন চক্রবর্তী।
কদিন আগে সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছিল, সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতে পরিবারের মুখ উজ্জ্বল করেছে অনুমেঘা ৷ অর্থাৎ, পড়াশোনাতেও সে তুখোর। তবে অনুমেঘার মা ঋতুপর্ণা জানান, ওই সার্টিফিকেট ক্লাস টু-র। কয়েক মাস শ্যুটের জন্য স্কুলে যেতে পারেনি। তাই এতদিন পর এসেছে সেই মেডেল আর সার্টিফিকেট। স্কুল লেভেল সায়েন্স অলিম্পিয়াডে তার ইন্টারন্যাশনাল র্যাঙ্ক ৮৮, রিজিওনাল র্যাঙ্ক ৭৪, জোনাল র্যাঙ্ক ৫২, স্কুলের র্যাঙ্ক ৪।
সদ্য শেষ হয়েছে অনুমেঘার সিরিয়াল হরগৌরী পাইস হোটেল। এর আগে মিঠাই ধারবাহিকে দেখা গিয়েছিল এই খুদেকে।