সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ' ভজন সম্রাট ' অনুপ জলোটা এবং তাঁর বিগ বস সহ প্রতিযোগী জসলিন মাথারুর একটি ছবি ভাইরাল হয়েছে , যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে অনুরাগী মহলে। ছবিতে তাৎপর্যপূর্ণ ভাবে, নববধূর সাজে সজ্জিত , নিজের থেকে প্রায় ৩৭ বছরের ছোট জসলিনের পাশে বরের পোশাকে দেখা গিয়েছে শিল্পীকে। গুঞ্জন ওঠে তবে কি চুপিসাড়ে বিয়ে সেরেই ফেললেন অনুপ জসলিন ? তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন স্বয়ং শিল্পী।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ জানান , ওই ছবিটি আসলে তোলা হয়েছে তাঁর আসন্ন ছবির শুটিং ফ্লোরে। জানা গিয়েছে ছবির নাম ও মেরি স্টুডেন্ট হ্যায়। ছবিতে জসলিনের বাবার চরিত্রে অভিনয় করছেন অনুপ। আজকাল অনেকেই তাঁদের ছেলে বা মেয়ের বিয়েতে বরের মতোই শেরওয়ানি এবং পাগড়ি পড়েন , তারই প্রতিফলন হয়েছে স্ক্রিনে। জানিয়েছেন , শুটিংও প্রায় শেষ , আর মাত্র দিন দুয়েক বাকি। জানা গিয়েছে ,বাস্তব জীবনে জসলিন-অনুপের সম্পর্কের উপর ভিত্তি করেই নাকি তৈরি হচ্ছে এই ছবি। জসলিন দীর্ঘদিন ধরেই অনুপ জলোটার কাছে সংগীতের তালিম নিচ্ছেন। যদিও আগেও তাঁদের প্রেমের গুঞ্জন কম শোনা যায়নি।
এছাড়া দেশ জুড়ে বয়ে চলা বিদ্রুপ সমালোচনাতেও বিন্দুমাত্র বিচলিত নন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। বলেন , ' আমার কাজ আমি করে যাবো , তাতে কে কি বললো আমার কিছুই আসে যায়না।'
বিগ বস সিজন ১২-র মঞ্চে প্রেমিক জুটি হিসাবেই অংশ নিয়েছিলেন অনুপ-জসলিন।প্রায়শই তাঁদের পরস্পরকে জড়িয়ে ধরতে বা চুম্বন করতে দেখা যেত। সেই নিয়েও জল্পনায় কম তোলপাড় হয়নি নেট দুনিয়া। পরে অবশ্য অনুপ জালোটা জানান- জসলিনের ইচ্ছা মেনেই শো-এ নজরকাড়তে পেতে তিনি এই কাজ করেছেন। আদতে তাঁদের সম্পর্কটা একদমই ‘গুরু-শিষ্যা’র মতো।
অতীতে ভোপালের এক চিকিৎসক অভিনীত গুপ্তার সঙ্গে প্রেম করার কথা জানিয়েছিলেন জসলিন। তাঁর কথায় অনুপ জলোটাই নাকি অভিজিতের সঙ্গে তাঁর পরিচয় করিয়েছেন। আসলে অভিনীতের বাবার বন্ধু অনুপ জলোটা। তাঁরা বেশ কিছু দিন সম্পর্কেও ছিলেন এমনকি ভোপালে একটি গানের শ্যুটও করেন দুজনে। তবে পরবর্তীকালে কুষ্ঠি না মেলায় তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল।