বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কাভি গার্লফ্রেন্ড কাভি স্টুডেন্ট', অনুপ-জসলিনের ভিডিয়োতে কমেন্ট নেটিজেনদের!

‘কাভি গার্লফ্রেন্ড কাভি স্টুডেন্ট', অনুপ-জসলিনের ভিডিয়োতে কমেন্ট নেটিজেনদের!

রোম্যান্টিক মেজাজে অনুপ ও জসলিন

ফের রোম্যান্টিক মেজাজে ভিডিয়ো শেয়ার করলেন ভজন সম্রাট অনুপ জলোটা ও জসলিন মাথারু। চলল ট্রোলিংও। 

ইনস্টাগ্রাম রিলস ভিডিয়োর জন্য ফের একসঙ্গে এলেন অনুপ জলোটা আর জাসলিন মাথারু। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জসলিনকে দেখে ‘মুঝে যব সে হুয়া হ্যায় প্যায়ার’ গান গাইছেন অনুপ। আর ভালোবাসায় ভরা লাজুক দৃষ্টিতে এই বর্ষীয়ান গায়কের দিকে তাকিয়ে আছেন তাঁর তরুণী ছাত্রী। ইনস্টায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ‘কাভি গার্লফ্রেন্ড কাভি স্টুডেন্ট’, ‘কাকে বোঝাও ও তোমার ছাত্রী হয়’, ‘ বুড়ো বয়সের ভীমরতি’-র মতো নানা কমেন্ট পড়েছে। 

‘বিগ বস ১২’-য় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন অনুপ ও জসলিন। সেই সময় তাঁরা দাবি করেছিলেন, একে-অপরের সঙ্গে ৩ বছর ধরে সম্পর্কে আছেন। যদিও বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর নিজেদের শিক্ষক আর ছাত্রী হিসেবেই দাবি করে আসছেন তাঁরা।

কিন্তু নানা ধরনের পাবলিসিটি স্ট্যান্ট করে ঠিক চোখ টানেন নেটনাগরিকদের। মাঝে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ছিল। যেখানে দেখা যাচ্ছিল, বিয়ের পোশাকে দুজন পাশাপাশি বসে রয়েছেন। দুজনের মুখেই লাজুক হাসি। পরে জানা যায়, ‘ও মেরি স্টুডেন্ট হ্যায়’ নামে একটি ছবিতে অভিনয় করছেন জসলিন ও অনুপ। ছবিটিতে বাস্তব জীবনে অনুপ জালোটা ও জসলিনের সম্পর্ক নিয়েই চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ভজন শিল্পীকে একজন শিক্ষকের চরিত্রে দেখা যাবে। জসলিন হবেন ছাত্রী। 

‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়া আসার পর এক সাক্ষাৎকারে জসলিন জানিয়েছিলেন, ‘‘প্রিমিয়ারের দিন যখন সলমন খান আমাকে আর অনুপজি কে গুরু-শিষ্যের পরিচয় দিচ্ছিলেন, তখন একটা মজা করার ইচ্ছে আমার মনে আসে। আমি বলে বসে, ‘আমরা ৩ বছর ধরে সম্পর্কে আছি।’ যদিও সে নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অনুপজি। আমাদের তখনই ঘরের ভিতরে পাঠিয়ে দেওয়ায় সবার সেভুল ভাঙিয়ে দেওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি।’’

বন্ধ করুন