কখনও অক্সিজেন মাস্ক পরে ট্রেডমিলে দৌড়াচ্ছেন আবার কখনও মাইনাস শুধু ১১০ ডিগ্রির বাঙ্কারে ঢুকেও শারীরিক কসরত করছেন! গত কয়েকদিনে ৬৬ বছরের ‘তরুণ তুর্কি’ অনিল কাপুরের (Anil Kapoor) এমন অনেক কারনামার ঝলক দেখেছেন নেটিজেনরা।
এমনিতেই ফিটনেস ফ্রিক অনিল কাপুর। সোনম কাপুরের ‘ড্যাডি কুল’ নিয়মিত শরীরচর্চা করেন ফিট থাকতে। সোমবার টুইটারে বন্ধু অনিলের একটি ভিডিয়ো শেয়ার করে নেন অনুপম খের (Anupam Kher)। সেখানে একটা ঘরের মধ্যে রাখা চেম্বারে অক্সিজেন থেরাপি নিতে দেখা গেল ‘নায়ক’ অভিনেতাকে। অক্সিজেন মাস্ক পরে ওই চেম্বারে ঢুকে শুয়ে আসেন অনিল।
কালো পোশাকে দেখা মিলল অনিল কাপুরের। ভিডিয়ো রেকর্ড করতে ব্যস্ত অনুপমের দিকে হাত নাড়তেও দেখা গেল অনিল কাপুরকে। ছবির ক্যাপশনে বন্ধুকে নিয়ে খিল্লি করতে ছাড়েননি ‘সারাংশ’ অভিনেতা। অনুপম খের লেখেন, ‘আরে কাপুর সাহাব! আপনি বলেননি তো যে চাঁদে যাচ্ছেন। অথবা এই মেশিনের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার যৌবন ধরে রাখার সিক্রেট’।
অনুপমের ভিডিয়ো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘নিশ্চিতভাবেই এটাই ওঁনার যৌবন ধরে রাখার আসল রহস্য’। অপর একজন লেখেন, ‘এটা মিস্টার ইন্ডিয়ার টাইম মেশিন। অ্যান্টি-এজিং সিক্রেটও’।
চলতি মাসের শুরুতেই ইনস্টাগ্রামে নিজের শার্টলেস ছবি পোস্ট করেছিলেন অনিল কাপুর। সেখানে মাইনাস ১১০ ডিগ্রীতে ওয়ার্কআউট করতে ব্যস্ত ছিলেন অভিনেতা। ছবির বিবরণীতে তিনি লেখেন, ‘৪০-এ দুষ্টুমির দিন শেষ, এখন সময় এসেছে ৬০ বছরে সেক্সি হেওয়ার’।
আসলে অনিল কাপুরের এই হাড়ভাঙা পরিশ্রমের পিছনে রয়েছে ‘ফাইটার’। খুব শীঘ্রই দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন অভিনীত এই অ্যাকশন থ্রিলারে দেখা যাবে অনিলকে। এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্যই নিজেকে প্রস্তুত করছেন অনিল। আগামী বছর (২০২৪) ২৫ জানুয়ারি মুক্তি পাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবিটি। এই ছবিতে প্রথমবার একসঙ্গে হৃতিক-দীপিকা।
অনিল কাপুর পরবর্তী বক্স অফিস রিলিজ ‘অ্য়ানিমেল’। রণবীর-রশ্মিকা অভিনীত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারকা। অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘নাইট ম্যানেজার’-এ। রুপোলি পর্দায় অনিলের শেষ রিলিজ ছিল ‘যুগ যুগ জিও’।
আরও পড়ুন- মুখ দিয়ে বেরিয়ে এল ‘অশ্লীল’ শব্দ,মঞ্চে রেগে আগুন অরিজিৎ! কী ঘটেছিল?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)