মন খারাপ বলিউডের। বুধবার রাতেই সামনে এসেছিল অভিনেত্রী-সাংসদ কিরণ খেরের ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। বৃহস্পতিবার সেই খবরে সিলমোহর দিলেন অভিনেত্রীর স্বামী অনুপম খের। চণ্ডীগড়ের বিজেপি নেতা প্রেসিডেন্ড অরুণ সুদ জানান, ৬৮ বছর বয়সী তারকা সাংসদ ব্লাড ক্যানসারের আক্রান্ত এবং আপতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিত্সা চলছে কিরণ খেরের।
এরপর বৃহস্পতিবার টুইটারে অনুপম খের, তাঁর ও পুত্র সিকন্দর খেরের তরফে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। অভিনেতা বলেন, মাল্টিপেল মেলোমায় আক্রান্ত কিরণ এবং সেটি ব্ল্যাড ক্যানসারের একটি প্রকার। অনুপম খের যোগ করেন, ‘এখন ওঁর চিকিত্সা চলছে এবং আমরা নিশ্চিত এই যুদ্ধে ও জয়ী হবে। ও একজন ফাইটার এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করার মন্ত্র ও জানে’।
কীভাবে ধরা পড়ল কিরণের এই রোগ? এই প্রসঙ্গে অরুণ সুদ জানিয়েছেন, ‘গত বছর নভেম্বরে চণ্ডীগড়ের বাড়িতে কিরণ খেরর হাত ভেঙে যায়। এরপর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউড অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে (PGIMER) চিকিত্সাধীন থাকাকালীন ওঁনাক শরীরে মাল্টিপেল মেলোমা (myeloma) ধরা পড়ে। সেই রোগ ওঁনার ডান হাতে এবং কাঁধে ছড়িয়ে পড়েছিল। এরপর ডিসেম্বর মাসের ৪ তারিখ উনি মুম্বই উড়ে যান’।
মাল্টিপেল মেলোমা হল এমন এক ধরণের ক্যানসার, যেখানে রক্তরস কোষ প্রভাবিত হয় এবং ম্যালিগ্যান্টিক প্লাজমা কোষের বৃদ্ধির ফলে হাড়ের দুর্বলতা বাড়তে থাকে।
২০১৪ সালে চণ্ডীগড় আসন থেকে সাংসদ নির্বাচিত হন কিরণ খের, পাঁচ বছর পরেও বিজেপির টিকিটে ফের ভোটে জেতেন এই তারকা। অভিনেত্রী হিসাবে জীবনে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সর্দারী বেগম (১৯৯৬) চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানার মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন।