বাংলা নিউজ > বায়োস্কোপ > নাসিরুদ্দিনের কটাক্ষের পাল্টা জবাব অনুপম খেরের, বললেন 'আমার রক্তে ভারত আছে'

নাসিরুদ্দিনের কটাক্ষের পাল্টা জবাব অনুপম খেরের, বললেন 'আমার রক্তে ভারত আছে'

নাসিরুদ্দিন শাহর কটাক্ষের পাল্টা জবাব দিলেন অনুপম খের

ভিডিও বার্তায় এ ওয়েডনেসডে কো-স্টারের ‘ভাঁড়’ এবং ‘চাটুকার’ আক্রমণের পাল্টা জবাব দিলেন অনুপম খের।

নাসিরুদ্দিন শাহর কটাক্ষের জবাব দিলেন অভিনেতা অনুপম খের। টুইটারে একটি ভিডিও বার্তা প্রকাশ করে এ ওয়েডনেসডে কো-স্টারের ‘ভাঁড়’ এবং ‘চাটুকার’ আক্রমণের পাল্টা দিলেন অনুপম খের।

টুইট ভিডিও ক্যাপশনে অনুপম খের লেখেন, ‘জনাব নাসিরুদ্দিন শাহর উদ্দেশে আমার বার্তা। উনি আমার থেকে বেশি অভিজ্ঞ এবং প্রবীণ মানুষ, আমি আজীবন ওঁনার শিল্পকে সম্মান জানিয়ে এসেছি এবং সম্মান করে যাবো। কিন্তু কোনও কোনও সময় কিছু বিষয় সম্পর্কে বক্তব্য পেশ করা জরুরি হয়ে যায়, এটা আমার জবাব’।

ভিডিওতে কী বলেছেন অনুপম খের?

'জনাব নাসিরুদ্দিন শাহ সাহাব, আমি আপনার সাক্ষাত্কারটি দেখলাম, যেখানে আপনি আমার সম্পর্কে মত দিয়েছেন। আপনি বলেছেন আমি একটা ভাঁড় এবং আমাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি একজন চাটুকার এবং সেটা আমার রক্তে রয়েছে। ধন্যবাদ এইসব প্রশংসার জন্য কিন্তু আপনি যেগুলো বললেন সেকথায় আমি গুরুত্ব দিতে পারলাম না। কিন্তু আপনার সম্পর্কে আমি কোনওদিন খারাপ কথা বলিনি বা আপনার সঙ্গে দুর্ব্যবহার করিনি। কিন্তু আজ আমি বলতে চাই আপনি আপনার গোটা জীবনটা সাফল্য পাওয়া সত্ত্বেও নৈরাশ্যের মধ্যেই কাটিয়েছেন। যদি আপনি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান, বিরাট কোহলির সমালোচনা করে থাকেন, তাহলে আমি তো ভালো সঙ্গ পেয়েছি। এইসব মানুষগুলোও কিন্তু আপনার বক্তব্যকে গুরুত্ব দেয়নি। কারণ আমরা জানি এটা আপনি বলছেন না, বলছে সেই সব পদার্থ যা আপনি বছরের পর বছর ধরে সেবন করে এসেছেন। সেগুলো আপনার ঠিক-ভুল বিচারের ক্ষমতাকে শেষ করে দিয়েছে। যদি আমার সমালোচনা করে আপনি প্রচার পেতে চান, তাহলে সেটা আমার জন্য একটা উপহার। ভগবান আপনাকে খুশি রাখুক। আপনার শুভাঙ্ক্ষী,অনুপম। আর আপনি কি জানেন আমার রক্তে কী আছে? ভারত আছে’।

বুধবার ভাইরাল হয় নাসিরুদ্দিন শাহর একটি সাক্ষাত্কার। দ্য ওয়ারকে দেওয়া সেই সাক্ষাত্কারে অনুপম খেরের বিরুদ্ধে তোপ দাগেন নাসির। তিনি বলেন, ‘অনুপম খেরের মতো একজন তো সবসময়ই আওয়াজ তোলে। আমার মনে হয়না ওকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে। ও একটা ভাঁড়। এনএসডি(NSD) বা এফটিআইআই (FTII)-তে ওর সমসাময়িক যে কোনও কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, ওর স্বভাবটাই চাটুকারের। ওর রক্তে রয়েছে, ওর কিছু করার নেই,’ বলেন নাসিরুদ্দিন।

পাশাপাশি জেএনইউয়ের ঘটনায় দীপিকার প্রশংসা করে অভিনেত্রীকে সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানান নাসিরুদ্দিন শাহ।



বায়োস্কোপ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.