বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Kher: বিজয় ৬৯ শ্যুটিংয়ে গুরুতর চোট, সব দেখে ছেলেকে কেন চড় মারতে গেলেন অনুপম খেরের মা!

Anupam Kher: বিজয় ৬৯ শ্যুটিংয়ে গুরুতর চোট, সব দেখে ছেলেকে কেন চড় মারতে গেলেন অনুপম খেরের মা!

অনুপম খের

অনুপম লিখেছেন, ‘এসব দেখে আমাকে আমার মা বলছেন, কী হয়েছে সেটা সারা দুনিয়াকে দেখাও, নজর লেগে গেছে। আমি উত্তরে বললাম, মা যুদ্ধের ময়দানে যোদ্ধারাই পোড়ে। যাঁরা হাঁটু গেড়ে হাঁটবে, তাঁরা কীভাবে পড়বে। এটা শুনে মা আমায় চড় মারতে গিয়েও থামলেন।’ সবশেষে হ্যাশট্য়াগে অনুপম লিখেছেন, ‘আমি ভালো আছি।’

পরনে সাদা-কালো চেক শার্ট, কালো প্যান্ট, কাঁধ থেকে হাতে স্লিং বাঁধা। সেই হাতেই আবার হলুদ রঙের ছোট্ট বল ধরে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দিয়েছেন। ইনি আর কেউ নন অভিনেতা অনুপম খের। সম্প্রতি স্পোর্টস ড্রামা 'বিজয় ৬৯'-এর শ্যুটিং করছেন তিনি। আর সেই শ্যুটিংয়েই বিপত্তি। সেখানেই চোট পেয়েছেন তিনি।

চোট লাগার ছবি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘স্পোর্টস ফিল্মের শ্যুটিং করবেন, চোট লাগবে না, সেটাও কি সম্ভব? বিজয় ৬৯-এর শ্যুটিংয়ের সময় কাঁধে খুব খারাপভাবে চোট পেয়েছি। চোট পাওয়ার পর বেশ কষ্ট হয়েছে, তবে যিনি স্লিং বাঁধছিলেন, তিনি বললেন একইভাবে তিনি শাহরুখ, হৃত্বিককেও তিনি এভাবে চোট লাগার পর স্লিং বেঁধে দিয়েছিলেন। তখন চোট লাগার কষ্ট কিছুটা কমল।’ অনুপম খের আরও লিখেছেন, ‘চোট এতটাই গভীর, একটু কাশি হলেও যন্ত্রণায় মুখ দিয়ে আওয়াজ অবধারিতভাবে বের হয়ে আসছে।’

অনুপম লিখেছেন, ‘এসব দেখে আমাকে আমার মা বলছেন, কী হয়েছে সেটা সারা দুনিয়াকে দেখাও, নজর লেগে গেছে। আমি উত্তরে বললাম, মা যুদ্ধের ময়দানে যোদ্ধারাই পোড়ে। যাঁরা হাঁটু গেড়ে হাঁটবে, তাঁরা কীভাবে পড়বে। এটা শুনে মা আমায় চড় মারতে গিয়েও থামলেন।’ সবশেষে হ্যাশট্য়াগে অনুপম লিখেছেন, ‘আমি ভালো আছি।’

আরও পড়ুন-জুনিয়র NTR-এর ছবির পুনরায় মুক্তি ঘিরে উত্তেজনা, সিনেমাহলে আগুন

অনুপম খেরের এই পোস্ট দেখে সহকর্মী অভিনেত্রী নীনা গুপ্তা লিখেছেন, ‘আরে এটা কী করেছো?’ জবাবা অনুপম মজা করে লিখেছেন, ‘তোমার-আমার মতো বড় শিল্পীদের এটা হয়, হালকা চোট।’ অনুপম খেরের এই পোস্টে সোনি রাজদান, গুরু ধাওয়া সহ অনেকেই অনুপমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

প্রসঙ্গত অনুপম খের এখন 'বিজয় ৬৯' নামে যে ছবিটির শ্যুটিং করছেন, সেটি একটি স্পোর্টস ড্রামা। যে ছবিতে ৬৯ বছরের এক বৃদ্ধকে সাইকেলিং, সুইমিং, লং ডিসট্যান্স জাম্পিং-এর মতো তিন ধরনের খেলায় অংশ নিতে দেখা যাবে। যে ছবির পরিচালনা করছেন অক্ষয় রায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.