ব্লাড ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের। গতকাল (বৃহস্পতিবার) এই খবরে সিলমোহর দিয়েছেন কিরণ খেরের স্বামী, অভিনেতা অনুপম খের। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর মনখারাপ গোটা বলিউডের। মনখারাপের পাশাপাশি দুশ্চিন্তার ছায়া খের পরিবারেও। এবার কিরণ খেরের স্বামী অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলসা করে জানালেন। অনুপম লেখেন যে, ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক এককথায় যারপরনাই দুর্দান্ত। তিনি ঈশ্বরের থেকে কখনই বেশি কিছু চেয়ে বসেননি আর 'ওপরওয়ালাও' তাঁকে বরাবরই দু'হাত ভরে দিয়েছেন।
এখানেই না থেমে ইনস্টাগ্রামে সূর্যোদয়ের একটি মনোরম ভিডিও পোস্ট করে ক্যাপশনে এই প্রখ্যাত অভিনেতা লেখেন, 'অন্ধকারে থাকার অভিজ্ঞতা পরেই একমাত্র সূর্যোদয়ের মহিমা উপলব্ধি করা যায়!' ভিডিওটি পোস্ট করার পরেই নেটিজেনরা কিরণের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠানো শুরু করেছেন অনুপম খেরকে।
এরপর বৃহস্পতিবার টুইটারে অনুপম খের, তাঁর ও পুত্র সিকন্দর খেরের তরফে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। অভিনেতা বলেন, মাল্টিপেল মেলোমায় আক্রান্ত কিরণ এবং সেটি ব্ল্যাড ক্যানসারের একটি প্রকার। অনুপম খের যোগ করেন, ‘এখন ওঁর চিকিত্সা চলছে এবং আমরা নিশ্চিত এই যুদ্ধে ও জয়ী হবে। ও একজন ফাইটার এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করার মন্ত্র ও জানে’।
মাল্টিপেল মেলোমা হল এমন এক ধরণের ক্যানসার, যেখানে রক্তরস কোষ প্রভাবিত হয় এবং ম্যালিগ্যান্টিক প্লাজমা কোষের বৃদ্ধির ফলে হাড়ের দুর্বলতা বাড়তে থাকে। বুধবার রাতে চণ্ডীগড়ের বিজেপি প্রেসিজেন্ট অরুণ সুদ সবার প্রথম কিরণ খেরের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।