বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Kher on Prakash Raj: 'কিছু মানুষ আজীবন মিথ্যে বলে যান' কাশ্মীর ফাইলস বিতর্কে প্রকাশকে কটাক্ষ অনুপমের

Anupam Kher on Prakash Raj: 'কিছু মানুষ আজীবন মিথ্যে বলে যান' কাশ্মীর ফাইলস বিতর্কে প্রকাশকে কটাক্ষ অনুপমের

প্রকাশ রাজকে তুলোধোনা করলেন অনুপম

Anupam Kher on Prakash Raj: দ্য কাশ্মীর ফাইলসের কড়া সমালোচনা করলেন প্রকাশ রাজ। সমালোচনার উত্তরে অনুপম খের তাঁর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। বললেন কিছু মানুষ থাকেন যাঁদের জীবন মিথ্যেতেই কাটে!

দ্য কাশ্মীর ফাইলস একটি ননসেন্স ছবি! মাথামুণ্ডুহীন ছবি এটি! অন্তত প্রকাশ রাজের কাছে তাই। তিনি তাঁর একটি বক্তব্যে এমনটাই জানিয়েছিলেন। আর সম্প্রতি সেই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা অনুপম খের। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খেরকে। প্রকাশ রাজের এই মন্তব্যের পর তিনি বলেন কিছু মানুষ থাকে যাঁদের গোটা জীবনটাই কাটে কিছু মিথ্যের সাহায্যে। এই ছবিতে অনুপমের সঙ্গে ছিলেন পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, প্রমুখ।

গত বছর যবে থেকে মুক্তি পেয়েছে এই ছবিটি, অর্থাৎ দ্য কাশ্মীর ফাইলস, তবে থেকেই এটি নানা বিতর্কে জড়িয়েছে। আর নেপথ্যে আছে এর গল্প এবং প্রেক্ষাপট। এই ছবিতে তুলে ধরা হয়েছে যে ১৯৯০ সালে যেভাবে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করে হয়েছিল সেই কথা। জি স্টুডিওজ প্রযোজিত, বিবেক এবং সৌরভ এম পাণ্ডের লেখা এই ছবি গল্প অনেকের যেমন বেশ পছন্দ হয়েছিল তেমনই বিতর্কও তৈরি করেছিল যথেষ্ট।

প্রকাশ রাজ এই ছবিটিকে নিয়ে মন্তব্য করার পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুপম সেই বিষয়ে তাঁকে জবাব দিলেন। তিনি নবভারত টাইমসকে বলেন, 'নিজের যেমন অওকাত মানুষ তো সেই মতোই কথা বলবে। কিছু মানুষকে গোটা জীবন ধরেই মিথ্যে বলে যেতে হয়। কিছু মানুষ আবার জীবন ধরে সত্য কথা বলে যান। আমি হচ্ছি সেই মানুষটা যে সারাজীবন সত্যি কথা বলে এসেছি। যাঁরা মিথ্যে বলে ভালো থাকতে চায় সেটা ওদের মর্জি।'

এর আগে প্রকাশ রাজ দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বলেছিলেন যে এটা নাকি একটি প্রোপাগান্ডা ছবি। বিশেষ উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। কেরালার একটি ইভেন্টে গিয়ে তিনি বলেন, 'অন্যতম ননসেন্স ছবির একটি হল দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু আমরা জানি এটার প্রযোজনা কে করেছে। নির্লজ্জ। আন্তর্জাতিক জুরি এটা নিয়ে ছি ছি করছে। আর এখনও, এত কিছুর পরেও পরিচালক কিনা বলছেন আমি কেন অস্কার পাচ্ছি না? আরে উনি তো ভাস্করও পাবেন না।'

তিনি তাঁর বক্তব্যের আরও বলেন, 'আমি আপনাদের বলছি, বাইরে মিডিয়া দাঁড়িয়ে আছে যখন, তেমন সময় একটা প্রোপাগন্ডা ছবি বানিয়ে ফেল। আমি আমার সূত্রের তরফে খোঁজ পেয়েছি নে ওঁরা এই ছবিটা বানানোর জন্য প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু তাই বলে মানুষকে তো সব সময় বোকা বানানো যায় না।'

ভারতের তরফে একাধিক ছবি এবারের অস্কারের জন্য এলিজিবল ছিল যে ৩০১ টি ছবি তাঁর মধ্যে জায়গা করে নিয়েছিল। এর তালিকায় দ্য কাশ্মীর ফাইলসের নামও ছিল। একই সঙ্গে ছিল গাঙ্গু বাই কাঠিয়াওয়াডি, কান্তারা, ইত্যাদি। তবে প্রকাশ রাজ প্রথম নন যিনি এই ছবির বিরোধিতা করলেন এর আগে ইজরায়েলি ছবি নির্মাতা নাদাভ ল্যাপিড গত বছরের ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনের অনুষ্ঠানে এসে এই ছবিটিকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন এটি নাকি প্রোপাগান্ডা ছবি। তাঁর এই মন্তব্য স্বাভাবিক ভাবেই ছবির কলাকুশলীরা ভালো ভাবে নেননি।

বন্ধ করুন