বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Kher: ২০০৪ সালে নিঃস্ব হয়ে গিয়েছিলেন অনুপম খের? কেন? কী করে ঘুরে দাঁড়ালেন অভিনেতা

Anupam Kher: ২০০৪ সালে নিঃস্ব হয়ে গিয়েছিলেন অনুপম খের? কেন? কী করে ঘুরে দাঁড়ালেন অভিনেতা

অনুপম খের একটা সময় পুরো নিঃস্ব হয়ে গেছিলেন?

Anupam Kher: হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুপম খের জানান একটা সময় তিনি পুরো নিঃস্ব হয়ে গেছিলেন। ফেসিয়াল প্যারালাইসিস হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়াতে নিয়েছিলেন বিশেষ পদক্ষেপ। জানুন…

চলতি বছরে অনুপম খের অভিনীত তৃতীয় ছবি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে।এই ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। কথা হচ্ছে ‘উঁচাই’-এর। এর আগে অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কার্তিকেয়’ দারুন সাড়া পেয়েছিল দর্শকদের থেকে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি তাঁর অভিনয়ের জন্য সেরা প্রশংসা তাঁর মায়ের থেকেই পেয়ে আসেন বরাবর। একইসঙ্গে এই সাক্ষাৎকারে, তিনি তাঁর ছোটবেলার বন্ধুদের কথাও জানান।

দেখুন অনুপম খের এই সাক্ষাৎকারে কোন প্রশ্নে কী উত্তর দিলেন, সুরজ বরজাতিয়ার ছবি উঁচাই নিয়েই বা কী বললেন।

উঁচাই ছবির জন্য অনুপম খের সেরা প্রশংসা নাকি তাঁর মায়ের থেকেই পেয়েছেন। অভিনেতা জানান, 'মা বললেন এই বছর এটা তোমার তৃতীয় হিট। এটার থেকে বড় প্রসংশা আর কীই বা হতে পারে। আমার মা বলেছেন তুমি বাস্তবে একদমই ওম শর্মার মতো নয় (অর্থাৎ উঁচাই ছবিতে অনুপম খের যে চরিত্রে অভিনয় করেছেন সেটার মতো নন), একই কথা আমার ভাইও বলেছে। এবং এটা একদম সত্যি কথা। ওম শর্মার চরিত্রটা একদমই বিরক্তকর, গোঁড়া এবং সে নিজেকে বদলাতে চায় না। আমি এটার একদম উল্টো। ফলে এটাই আমার কাছে একটা বড় প্রশংসা।'

উঁচাই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রের সঙ্গে কারও কোনও মিল পেয়েছেন? বা কেউ সেই কথা অনুপমকে জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমার এক ছোটবেলার বন্ধু আছে, বিজয় সেহগাল, ও দিল্লিতে থাকে। এই ছবিটি ও ওর স্ত্রীর সঙ্গে দেখেছে, এবং তারপর আমায় ফোন করে জানায় আমাদের তিন বন্ধুর মধ্যে ও নাকি ওম শর্মা। এটা একদম সত্যি, কারণ বিগত কয়েক বছরে আমরা যত প্ল্যান বানিয়েছি সব ও একা ক্যানসেল করেছে। আমাদের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সমস্ত কিছুই ও শেষ মুহূর্তে গিয়ে ক্যানসেল করে দেয়। ওর স্ত্রী ওকে বলেছে, অনুপম তোমার চরিত্রে অভিনয় করছে।'

উঁচাই ছবিটি যে এত ভালো ব্যবসা করছে এই বিষয়ে এই বর্ষীয়ান অভিনেতা জানান, 'রাজশ্রী প্রোডাকশন যে ছবির প্রযোজনা করে সেই ছবি নিয়ে আমি বিশেষ চিন্তা করি না। তারা জানে বাজারে কী করে ছবি বেচতে হয়, কী করে দর্শক টানতে হয়। এটা আমি ঠিক করার কেউ নই। আমরা সবাই একসঙ্গে একটি ভালো ছবি করেছি। ওরা এই ছবিটিকে ৪৮৩ হলে এনেছে এবং সেটার ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছে। আর তার ফল আপনারা দেখতেই পারছেন।' একই সঙ্গে অভিনেতা জানান, ' আপনি যখন কোনও ভালো কাজ করেন তখন আপনি চাইবেন যেন সেই কাজটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এটা জরুরি। এটা যে কেবল অভিনেতাদের জন্য সেটা নয়, এই ছবিতে যাঁরা বিনিয়োগ করেছেন বা বহু বছর সময় দিয়ে তৈরি করেছেন তাঁদের সকলের জন্য জরুরি। আমি ভীষণ খুশি যে সবার এই ছবিটি ভালো লাগছে, তাঁরা ভালোবাসা জানাচ্ছেন। একই সঙ্গে বক্স অফিসেও ছবিটি ভালো ব্যবসা করছে। আমি ভাগ্যবান যে আমার এই বছরের তৃতীয় ছবিটিও বক্স অফিসে হিট করল। দারুন আনন্দিত বোধ করছি।'

জীবনের অজানা বিষয় বা কঠিন পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি জানান, হাম আপকে হ্যায় কৌন ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিংয়ের আগেই তাঁর ফেসিয়াল প্যারালাইসিস হয়। চিকিৎসক তাঁকে দুই মাসের জন্য বাড়িতে বিশ্রাম নিতে বলেছিল। সমস্ত শ্যুটিং বাতিল করার পরামর্শ দিয়েছিল। অভিনেতা জানান, 'আমি সেদিনই সেটে যাই এবং শ্যুটিং শেষ করি।'

একই সঙ্গে অভিনেতা জানান, '২০০৪ সালে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাই, তারপর আবার নতুন করে শুরু করি। এখন যা দেখছেন আমায় এটা সম্পূর্ণ আমার ব্যর্থতার যোগফল। মানুষ আমায় বর্ষীয়ান, লেজেন্ড, থেস্পিয়ান অভিনেতা বলে ডাকতে শুরু করেছিল, অর্থাৎ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে এবার তোমায় তারপর তোমার সরে যাওয়ার পালা। কিন্তু আমি সেটা মানিনি। বিদেশ চলে যাই, সেখানে গিয়ে আমেরিকান সিরিজে কাজ করি।' অনুপম খের বলেন যখন ৬০ বছর হয়ে যায় মানুষ রিটায়ার করার কথা ভাবে। অথচ তিনি তাঁর শরীরকে পুনর্গঠন করে তুলেছেন বলে জানান।

সুরজ বরজাতিয়াকে অনুপম কেন বুদ্ধ বলে ডাকেন সেই বিষয় তিনি বলেন 'সুরজ ভীষণ শান্ত। তার মানে এই নয় যে ও মেজাজ হারায় না। ও বিরক্ত হয়, মূলত শ্যুটিংয়ের সময়। কিন্তু ও নম্র, শান্ত থাকে। কেউ যদি ওর মতো হতে পারে সেটা দারুন বিষয়। বুদ্ধর মূল বিষয়টাই তো শান্ত থাকা। আর ও ঠিক সেটাই।'

বন্ধ করুন