বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Kher: এখন অনেক অভিনেতাই প্রকাশ্যে রাজনৈতিক দলকে সমর্থন করেন না, কেন? কারণ ফাঁস করলেন অনুপম

Anupam Kher: এখন অনেক অভিনেতাই প্রকাশ্যে রাজনৈতিক দলকে সমর্থন করেন না, কেন? কারণ ফাঁস করলেন অনুপম

অনুপম খের জানিয়ে দিলেন তিনি কখনই কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না

Anupam Kher: অনুপম খের জানিয়ে দিলেন তিনি কখনই কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। একই সঙ্গে বললেন কেন অনেক তারকা তাঁদের রাজনৈতিক ভাবনা চিন্তা নিয়ে প্রকাশ্যে কথা বলেন না।

অনুপম খের সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন কেন অভিনেতারা প্রকাশ্যে তাঁদের রাজনৈতিক মতবাদ, ভাবনা নিয়ে কথা বলেন না। তিনি অতীতের উদাহরণ টেনে আনেন। দেব আনন্দ, বিজয় আনন্দের কথা তুলে বলেন কেন তারকারা তাঁদের রাজনৈতিক মতবাদ প্রকাশ্যে আনেন না।

এএনআইয়ের পডকাস্ট শোতে অতিথি হয়ে এসেছিলেন অনুপম খের। তিনি এই শোতে একাধিক বিষয়ে কথা বলেন। নিজের কেরিয়ারের বিষয়ে একাধিক কথা বলে। একই সঙ্গে জানান কেন অভিনেতারা প্রকাশ্যে তাঁর রাজনৈতিক মতবাদ নিয়ে কথা বলেন না।

অনুপম স্মিতা প্রকাশকে বলেন যখনই একজন মানুষ ভোট দিচ্ছেন তখনই তিনি একজন রাজনৈতিক মানুষে পরিণত হচ্ছেন। তাঁর কথায়, 'আমার মনে হয় অভিনেতাদের ফ্যান বেস থাকে। আর আজকালকার দিনে এটা মানুষের কাছে ভুল বার্তা দিতে পারে। মানুষ ভুল বুঝতে পারেন। আর এটা নিয়ে সহজেই কোনও ইস্যু তৈরি হতে পারে। নইলে এটা তো আগেও ছিল। দেব আনন্দ, বিজয় আনন্দ, এঁরা সবাই তো একটা নির্দিষ্ট মতবাদকে সমর্থন করতেন। তাঁরা তাঁদের রাজনৈতিক মতবাদ নিয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন একই সঙ্গে ফাটিয়ে কাজও করতেন।'

তিনি আরও বলেন, 'কিন্তু এখন এসব আর হয় না। এখন সবাই যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, সবারই যেহেতু গ্রুপ আছে সেহেতু অনেকেই রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। এতে অনেকেই তাঁদের উপর রেগে যেতে পারেন। অসন্তুষ্ট হতে পারেন।' একই সঙ্গে অভিনেতা স্পষ্ট করে দেন তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

বয়কট ট্রেন্ডের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, 'আমি বয়কট ট্রেন্ডে একদম বিশ্বাসী নই। আপনি কাউকে কোনও কিছু করা থেকে আটকাতে পারবেন না। কেউ যদি কিছু করতে চায় তাহলে সে সেটা করবেই। কিন্তু আপনার কাজ যদি ভালো হয় তাহলে সেটা ঠিক নিজের দর্শককে খুঁজে নেবে।'

অভিনেতাকে শেষবার শিব শাস্ত্রী বালবোয়ায় দেখা গিয়েছে। তাঁর একাধিক ছবি আগামীতে মুক্তি পেতে চলেছে। এর মধ্যে আছে বিবেক অগ্নিহোত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার, কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি, অনুরাগ বসুর মেট্রো ইন দিনো, ইত্যাদি।

বন্ধ করুন