বায়নাক্কা না করেও কীভাবে কঠোর পরিশ্রমে কাজ করা হয়, তা তিনি অমিতাভ বচ্চনের কাছে শিখেছেন। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অনুপম খের। ঠিক কীভাবে তিনি তা শিখেছেন সে অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। জানিয়েছেন, চেন্নাইতে একটি ছবি শুটিং চলাকালীন একটা মজাদার ঘটনা।
রেডিফডটকমের তরফে অনুপম খেরকে প্রশ্ন করা হয়, খ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে ইগো, অহংকার, বায়নাক্কা এগুলো কি তাঁর মধ্যে আসেনি? তারই উত্তরে অনুপম খের বলেন, ‘আমি এসব থেকে দূরে থাকার কঠোর উপায় শিখেছি। এক শোয়ের একটি পর্বে আমি সেটা বলেও ছিলাম। নম্রতা এবং অন্যদের সম্মান করার বিষয়টি কীভাবে আমি গভীরভাবে ভাবতে বাধ্য হয়েছিলাম। একবার আমি চেন্নাইয়ের একটি স্টুডিওতে একটি হিন্দি ছবির শুটিং করছিলাম। দেখি মেকআপ রুমে কোনও এসি নেই। এটা দেখে আমি চেঁচামিচি জুড়ে দিন, ভেবেছিলাম, চেন্নাইয়ের স্টুডিও আরও উন্নত হবে, তবে সেটা ছিল না। তারপর যখন সেট ছেড়ে বের হয়ে যাচ্ছি, দেখি সেখানে অমিতাভ বচ্চন বসে রয়েছেন, তাও আবার কম্পল ঢেকে। মেকআপকরে কম্বল ঢেকে বসে থাকা, তাও এই গরমে! বিস্মত হয়ে জিগ্গেস করলাম, গরম লাগছে না? উত্তর অমিতাভজি আমায় বললেন, যদি ভাবি গরম লাগছে, তাহলেই গরম হবে, যদি ভাবি গরম নেই, তাহলে সেটা লাগবেও না। উনি আমাকে শেখাতে চেয়েছিলেন, আমাদের মনে অনেক কিছুই চলে, তবে আমরা কীভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই আসল।
অনুপমকে শেষ দেখা গিয়েছিল ‘শিব শাস্ত্রী বালবোয়া’তে নীনা গুপ্তা, নার্গিস ফাখরি এবং শরীব হাশমির সঙ্গে। পরবর্তীতে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ছবিটি ভারতকে প্রেক্ষাপট করেই তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে মহেশ ভাট-পরিচালনায় 'সারাংশ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অনুপম খের। পরবর্তী সময়ে তেজাব, রাম লক্ষণ, চাঁদনি, পারিন্দা এবং চালবাজ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের।