বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Kher: 'গরমে চিৎকার জুড়েছি, দেখি অমিতাভ বচ্চন কম্বল মুড়ি দিয়েছেন, ওঁর কথায় আমি অবাক'

Anupam Kher: 'গরমে চিৎকার জুড়েছি, দেখি অমিতাভ বচ্চন কম্বল মুড়ি দিয়েছেন, ওঁর কথায় আমি অবাক'

অমিতাভ বচ্চন-অনুপম খের

‘তারপর যখন সেট ছেড়ে বের হয়ে যাচ্ছি, দেখি সেখানে অমিতাভ বচ্চন বসে রয়েছেন, তাও আবার কম্পল ঢেকে। মেকআপকরে কম্বল ঢেকে বসে থাকা, তাও এই গরমে! বিস্মত হয়ে জিগ্গেস করলাম, গরম লাগছে না? উত্তর অমিতাভজি আমায় বললেন, যদি ভাবি গরম লাগছে, তাহলেই গরম হবে, যদি ভাবি গরম নেই, তাহলে সেটা লাগবেও না।’

বায়নাক্কা না করেও কীভাবে কঠোর পরিশ্রমে কাজ করা হয়, তা তিনি অমিতাভ বচ্চনের কাছে শিখেছেন। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অনুপম খের। ঠিক কীভাবে তিনি তা শিখেছেন সে অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। জানিয়েছেন, চেন্নাইতে একটি ছবি শুটিং চলাকালীন একটা মজাদার ঘটনা।

রেডিফডটকমের তরফে অনুপম খেরকে প্রশ্ন করা হয়, খ্যাতি পাওয়ার সঙ্গে সঙ্গে ইগো, অহংকার, বায়নাক্কা এগুলো কি তাঁর মধ্যে আসেনি? তারই উত্তরে অনুপম খের বলেন, ‘আমি এসব থেকে দূরে থাকার কঠোর উপায় শিখেছি। এক শোয়ের একটি পর্বে আমি সেটা বলেও ছিলাম। নম্রতা এবং অন্যদের সম্মান করার বিষয়টি কীভাবে আমি গভীরভাবে ভাবতে বাধ্য হয়েছিলাম। একবার আমি চেন্নাইয়ের একটি স্টুডিওতে একটি হিন্দি ছবির শুটিং করছিলাম। দেখি মেকআপ রুমে কোনও এসি নেই। এটা দেখে আমি চেঁচামিচি জুড়ে দিন, ভেবেছিলাম, চেন্নাইয়ের স্টুডিও আরও উন্নত হবে, তবে সেটা ছিল না। তারপর যখন সেট ছেড়ে বের হয়ে যাচ্ছি, দেখি সেখানে অমিতাভ বচ্চন বসে রয়েছেন, তাও আবার কম্পল ঢেকে। মেকআপকরে কম্বল ঢেকে বসে থাকা, তাও এই গরমে! বিস্মত হয়ে জিগ্গেস করলাম, গরম লাগছে না? উত্তর অমিতাভজি আমায় বললেন, যদি ভাবি গরম লাগছে, তাহলেই গরম হবে, যদি ভাবি গরম নেই, তাহলে সেটা লাগবেও না। উনি আমাকে শেখাতে চেয়েছিলেন, আমাদের মনে অনেক কিছুই চলে, তবে আমরা কীভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই আসল।

<p>অনুপম খের</p>

অনুপম খের

অনুপমকে শেষ দেখা গিয়েছিল ‘শিব শাস্ত্রী বালবোয়া’তে নীনা গুপ্তা, নার্গিস ফাখরি এবং শরীব হাশমির সঙ্গে। পরবর্তীতে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ছবিটি ভারতকে প্রেক্ষাপট করেই তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে মহেশ ভাট-পরিচালনায় 'সারাংশ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অনুপম খের। পরবর্তী সময়ে তেজাব, রাম লক্ষণ, চাঁদনি, পারিন্দা এবং চালবাজ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বিচার ছাড়াই উগান্ডার জেলে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতির মেয়ে, ষড়যন্ত্রের অভিযোগ চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশানাল টাস্ক ফোর্স, কাজে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট ভারত সফরে চূড়ান্ত ব্যর্থ, চাকরি হারালেন বাংলাদেশের কোচ হাথুরু! দায়িত্বে সিমন্স ৬ বছর পর অক্ষয় কুমারের ‘নন্দু নো স্মোকিং’ বিজ্ঞাপন সরিয়ে নিল সিবিএফসি! 'সেই একঘেয়ে পুরনো কথা'! খলিস্তান ইস্যুতে ট্রুডোর মন্তব্যকে তুলোধনা ভারতের পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট? উপনির্বাচনের দিন ঘোষণা করা হল, আগামী মাসে বাংলার ৬ কেন্দ্রে ভোট কার্যত দেউলিয়া পাকিস্তান নৌসেনার আধুনিকীকরণের টাকা পাচ্ছে কীভাবে, নজর রাখছে ভারত সুতো ঝুলছে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য, হাসপাতাল - স্কুলে মোতায়েন নয়, বলল SC বল শাইন করতে লিচের মাথায় এটা কী করলেন জো রুট! ভক্তেরা হাসি থামাতে পারছেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.