সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। বিয়ের পর এই প্রথমবার তাঁরা জুটিতে ধরা দিলেন। রিসেপশনের অনুষ্ঠান থেকে ছবি তুলে সেটাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অনুপম এবং প্রশ্মিতা।
বিয়ের পর অনুপম-প্রশ্মিতার নতুন ছবি
১ মার্চ আইনি বিয়ে সেরেছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পরিবারের উপস্থিতিতে এদিন তাঁরা ঘরোয়া ভাবে বিয়েটা করেন। ২ মার্চ তাঁদের রিসেপশন। সেখানে এদিন অনুপম রায় একটি ঘিয়ে রঙের পঞ্জাবি পরেছিলেন। তাতে ছিল গোলাপি সুতোর কাজ। অন্যদিকে পাশে প্রশ্মিতাকে দেখা যায় গোলাপি রঙের বেনারসি এবং সোনার গয়নায়। হাতে মেহেন্দি তাঁর। নববিবাহিতা স্ত্রীকে আগলে এক ফ্রেমে ধরা দিয়েছেন গায়ক। বিয়ের এই ছবি পোস্ট করে তাঁরা লেখেন, 'নতুন করে...' এদিন তাঁরা আঁটি বদল সারেন সকল অতিথিদের সামনে।
আরও পড়ুন: বাউন্ডুলে ঘুড়ি ভালোবাসায় বাঁধা পড়ল অবশেষে, বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী-কাঞ্চন
কে কী লিখছেন?
অনুপম রায় এই ছবিটি পোস্ট করতেই সকলেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শ্রীকান্ত মোহতা লেখেন, 'শুভেচ্ছা।' গায়কের এক অনুরাগী লেখেন, 'নতুন পথচলা সুন্দর হোক।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অভিনন্দন এবং ভালোবাসা নেবেন। ভালো থাকবেন জুটিতে।'
অনুপম এবং প্রশ্মিতার বিয়ে
এবারের ফাল্গুনে বাউন্ডুলে ঘুড়ি যেন ভালোবাসায় বাঁধা পড়ল। তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। তাঁরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি এবং প্রশ্মিতা কাজের সূত্রেই একে অন্যকে বহুদিন ধরে চেনেন। গত এক বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। তারপর সিদ্ধান্ত নেন বিয়ের। ১ মার্চ দুই বাড়ির সকলের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তবে ২ মার্চ বিকেলে হবে তাঁদের রিসেপশন। এদিনের এই অনুষ্ঠানে টলিউডের অনেকেই আসবেন। সূত্রের খবর অনুযায়ী ১ মার্চ আইনি বিয়ে করেছেন অনুপম এবং প্রশ্মিতা। তাঁর কথায়, 'রেজিস্ট্রি গতকাল হয়ে গেছে। আজ রিসেপশন হবে।'
কারা কারা আসছেন তাঁদের রিসেপশনে?
দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে এদিন বিকেলে তাঁদের রিসেপশন হবে। সেখানে উপস্থিত থাকবেন টলিউডের এক ঝাঁক তারকা। আসবেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য। আসবেন লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা, প্রমুখ।