মুখে লেগে রয়েছে আবির, আর ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে গপ গপিয়ে ফুচকা খেতে ব্যস্ত অনুপম রায় ও প্রশ্মিতা পাল। ফুচকা খেতে দেখা গেল পরিচালক নন্দিতা রায় ও জিনিয়া সেনকেও। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই একটি ভিডিয়ো। কোথায় গিয়ে এমন মন ভরে ফুচকা খাচ্ছিলেন অনুপম-প্রশ্মিতা?
ভিডিয়োটি আসলে উইনডোজ প্রোডাকশনের হোলি পার্টিতে তোলা। গত ১০ মার্চ (২০২৫) সোল - দ্য স্কাই লাউঞ্জ আয়োজিত উইনডোজ প্রোডাকশনের হোলি পার্টি। সেখানেই অতিথিদের জন্য ছিল খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। ছিল দারুণ সব খাবারের মেনু। ছিল চাট কাউন্টার, ফুচকা, মুখরোচক কাবাব, মুচমুচে জিলিপি এবং মনভরানো রাবড়ি, ঠান্ডাই সহ আরও কত কী! অবশ্যই বাঙালির যেকোনও উৎসব সেলিব্রেশনের অন্যতম আগ্রহ মুখরোচক খাওয়াদাওয়া, হোলি পার্টিতেও সেই ব্যবস্থাই রেখেছিল উইনডোজ প্রোডাকশন।
সেই অনুষ্ঠানে হাজির হয়েই ফুচকা খাওয়ার লোভ সামলাতে পারেননি অনুপম-প্রশ্মিতা। তবে গায়ক-গায়িকা দম্পতির কথা বললে অবশ্য ভুল হবে। উপস্থিত আরও অনেকেই সেখানে মন ভরে ফুচকা খেয়েছেন।


প্রসঙ্গত, হোলি পার্টির দিনই উইনডোজ প্রোডাকশনের 'আমার বস'-এর 'বসন্ত ডেকেছে আমাকে' গানটি মুক্তি পেয়েছে। যে গানে অনুপম রায়ের কথা ও সুরে এই গানটি গেয়েছেন উপল সেনগুপ্ত ও প্রশ্মিতা পাল।
এদিকে ব্যক্তিগত জীবনে চলতি মাসে প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন অনুপম-প্রশ্মিতা। ১ বছর একে অপরের সঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করে অনুুপম রায় সম্প্রতি বলেন, বাস্তবেও তাঁরা অনেক ক্ষেত্রেই বিপরীত। তিনি নাকি খুবই মেছো। বাজার গেলে রকমারি মাছ কেনের। অন্যদিকে স্ত্রী প্রশ্মিতা মাছ থেকে দূরেই থাকেন! অনুপম সারাদিন গান নিয়ে থাকেন। আর প্রশ্মিতা কর্পোরেট অফিসে চাকরির পাশাপাশি গান করেন। অনুপম জানান, প্রয়োজনে প্রশ্মিতা রান্নাটাও করেন। সুরকার-গীতিকার-গায়কের কথায়, 'এই তো, কয়েক দিন আগে পোস্ত দিয়ে বিশেষ একটা পদ রাঁধল। খেতে বেশ হয়েছিল। ঘর-সংসার সামলানো, লোক-লৌকিকতা আছেই। সবই দেখি সামলে নিচ্ছে!'