রবিবার ৪ জুন অনুষ্ঠিত হল টেলি সিনে অ্যাওয়ার্ডস। টলিউডের বহু চেনা মুখকে এদিনের অনুষ্ঠানে সামিল হতে দেখা গেল। ওপার বাংলা থেকে আসেন চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারাও। এদিনের অনুষ্ঠানে রণজয় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন। রাত বাড়তেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে একের পর এক সেই পোস্টে।
এদিন পুরস্কার জিতে অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি ছবি শেয়ার করেন ফেসবুকে। সেখানে তাঁকে পুরস্কার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গায়ক তথা পরিচালক এই ছবির ক্যাপশনে এদিন লেখেন, 'বেলাশুরুর জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলাম। অনেক ধন্যবাদ টেলি সিনে অ্যাওয়ার্ডস। ধন্যবাদ বেলুশুরু টিম।'
ইমন এদিন পুরস্কার জয়ের পর রাতে একটি বেশ বড় পোস্ট করেন। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'সম্মান, পুরস্কার পেতে কার না ভালো লাগে? যা কাজ করেছি, নিজের পরিশ্রমের ফল পেতে তো ভালোই লাগে। এটা কেবল ভালোবাসার চিহ্ন নয়। আমি টেলি সিনে অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে জুড়ি সদস্যদের অনেক ধন্যবাদ আমায় নির্বাচিত করার জন্য।' তিনি ‘লাভ ম্যারেজ’ ছবির ‘আছো কেমন’ গানটির জন্য এই পুরস্কার পেয়েছেন। তিনি ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী এবং সঙ্গীত পরিচালক স্যাভিকেও ধন্যবাদ জানান।
অমৃতা চট্টোপাধ্যায় দিনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি এদিন ওটিটিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। গোটা অভিজ্ঞতার কথা জানিয়ে অমৃতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'বারাণসী জংশন সিরিজের জন্য ওটিটির সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম। অনেক ধন্যবাদ প্রেমেন্দু বিকাশ চাকী দা, মৃন্ময় কাঞ্জিলাল দা।' তিনি তাঁর গোটা টিমকে এদিন ধন্যবাদ জানান এই পোস্টার মাধ্যমে।
অনির্বাণ চক্রবর্তী ২০ তম টেলি সিনে অ্যাওয়ার্ডসে ভানু বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড পান ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিটির জন্য। তিনি যেদিন এই পুরস্কার পান অর্থাৎ ৪ জুন সেদিন তাঁদের ছবির ৫০ দিন পূর্ণ হল।
অন্যদিকে অনুপম রায় ‘বেলাশুরু’ ছবির ‘সোহাগে আদরে’ গানটির জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পান। রণজয় ভট্টাচার্য ‘হৃদপিণ্ড’ ছবির ‘মন কেমনে জন্মদিন’ গানটির জন্য সেরা লিরিসিস্ট পুরস্কার পান।