৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, টানা ৭ দিনের এই প্রেমপর্বে চলে উপহার আদান-প্রদান থেকে শুরু করে প্রতিশ্রুতি রাখার অঙ্গীকার। ১১ ফেব্রুয়ারি পালন করা হয় প্রমিস ডে, কাছের মানুষকে দেওয়া হয় ভালোবাসার প্রতিশ্রুতি। কিন্তু আদৌ কী এই প্রতিশ্রুতি রাখা যায়, নাকি বছর ঘুরতেই সবকিছু পাল্টে যায়? প্রমিস ডে নিয়ে কী মত তারকাদের? আনন্দবাজার অনলাইনের সামনে অকপট হলেন পরমব্রত থেকে অনুপম সকলেই।
প্রমিস ডে নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়
প্রতিশ্রুতি দিবস নিয়ে শ্রাবন্তী বলেন, আমার মনে হয় এমন কিছু প্রতিশ্রুতি আমি কাউকে দেব না যা আমি ভবিষ্যতে রক্ষা করতে পারবো না। আমি উল্টো দিকের মানুষের থেকেও এমন কোনও প্রতিশ্রুতি দাবি করব না, যা তার পক্ষে রাখা সম্ভব নয়। ছেলে বা বর, যেই হোক না কেন জোর করে প্রতিশ্রুতি আদায় করা যায় না।
আরও পড়ুন: নতুন ডিরেক্টরস গিল্ড ছাড়ছেন পরিচালকরা!কী কারণে ‘ঘর ওয়াপসি’ করছেন পুরনো গিল্ডে?
আরও পড়ুন: কবে শুরু হবে পারিয়া ২? ভক্তদের কৌতূহল মেটালেন পরিচালক তথাগত
প্রমিস ডে নিয়ে অনুপম রায়
অন্য কাউকে প্রতিশ্রুতি দেওয়ার থেকে নিজেকে প্রতিশ্রুতি দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন এই গায়ক। অনুপম বলেন, প্রতিশ্রুতি ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত, তাই বাইরের মানুষের থেকে নিজেকে প্রতিশ্রুতি দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অন্যকে প্রতিশ্রুতি দিলে হয়তো আপনি সেটা ভবিষ্যতে ভুলেও যাবেন কিন্তু নিজেকে যদি কোনওদিন কোনও প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা রাখতে আপনি চেষ্টা করবেন।
নিজেকে কী কী প্রতিশ্রুতি দেন জিজ্ঞাসা করায় গায়ক বলেন, মাঝে মাঝেই নিজেকে কিছু না কিছু প্রতিশ্রুতি আমি দিই। এই যেমন ধরুন ৬ মাস মিষ্টি খাব না, বিষের সাথে শীতের দিনে। নিজের এমন অনেক দুর্বলতা আছে, যেগুলো এই প্রতিশ্রুতির আড়ালে মেনে চলার চেষ্টা করি।
আরও পড়ুন: ‘মুখ কালো করে শহরে ঘোরান…’, রণবীরের কথায় ক্ষুব্ধ শক্তিমান, কী বললেন মুকেশ খান্না?
প্রতিশ্রুতি নিয়ে পাওলি দাম
প্রতিশ্রুতি রাখা নয় বরং ভেঙে দেওয়াতেই বিশ্বাস করেন পাওলি দাম। অভিনেত্রী বলেন, প্রতিশ্রুতি হয় ভাঙ্গার জন্য, যদিও সকলে যে সেটা ইচ্ছে করে করে সেটাও নয়। অনেক সময় পরিস্থিতি বা কাজের চাপে প্রতিশ্রুতি রাখা সম্ভব হয় না। তবে আমি কোনও প্রতিশ্রুতি দিলে তা সারা জীবন রক্ষা করার চেষ্টা করি, খুব সমস্যা না হলে।
প্রতিশ্রুতি নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়
ভারী কথাবার্তা একেবারেই পছন্দ নয় পরমের। পরম বরং ভালোবাসা দিবসের বা বলা ভালো ভালোবাসা সপ্তাহের মধ্যে যে মিষ্টি ব্যাপার আছে সেটাই উপভোগ করতে পছন্দ করেন তিনি। প্রতিশ্রুতি হয়তো দিয়েছেন তিনি, তবে সেটা রেখেছেন না ভুলে গেছেন বা আদৌ দিয়েছেন কিনা সেটাই মনে রাখেননি অভিনেতা।