বাংলা নিউজ > বায়োস্কোপ > Guess the Singer: ইঞ্জিনিয়ারিং ছেড়ে টলিউডে, চাকরি জীবনের প্রথম দিনের ছবি দিলেন শিল্পী, চিনলেন?

Guess the Singer: ইঞ্জিনিয়ারিং ছেড়ে টলিউডে, চাকরি জীবনের প্রথম দিনের ছবি দিলেন শিল্পী, চিনলেন?

ইঞ্জিনিয়ারিং ছেড়ে টলিউডে, চাকরি জীবনের প্রথম দিনের ছবি দিলেন শিল্পী, চিনলেন?

Guess the Singer: সদ্য তৃতীয় বিয়ে করে আলোচনায়, টলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পীর চাকরিজীবনের প্রথম দিনের ছবি। চিনতে পারলেন? 

পরনে জিনস আর ফর্ম্যাল শার্ট। চোখে চশমা, পেতে আঁচড়ানো চুল। কাঁধে ঝোলা নিয়ে বেঙ্গালুরুর বাগমানে টেক পার্কের বহুতলের সামনে দাঁড়িয়ে থাকা এই যুবক আজ টলিউড কাঁপাচ্ছেন। বরাবরের মেধাবী ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। এরপর বেঙ্গালুরুতে চাকরির সুযোগ।

কলেজ থেকে বেরিয়েই টেক্সাস ইন্সট্রুমেন্টে চাকরিতে যোগ। চাকরি জীবনের প্রথম দিন অফিসের বাইরে বন্ধুদের সঙ্গে জমিয়ে পোজ, ফেলে আসা সেই দিনের ছবি শেয়ার করলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী। মাঝে পেরিয়েছে ২০টা বছর। চাকরি ছেড়ে সঙ্গীতকে প্যাশন থেকে প্রফেশন বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রায় বছর ১৪ আগে।

আর সেই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর জীবন। ছবির এই যুবককে চিনতে পারছেন? সম্প্রতি তৃতীয় বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে গায়ক, সুরকার। টলিউডের পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। কুড়ি বছর আগের এই ছবিটি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের।

আরও পড়ুন-‘বিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার জন্য আমি সঠিক লোক নই’, দু'বার ভাঙা সংসার, সাবধানী অনুপম!

ছোট থেকেই পড়াশোনায় তুখোড় ছিলেন অনুপম। খিদিরপুরের সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন, এরপর এমপি বিড়লা ফাউন্ডেশনে ভর্তি হন। গানে কেরিয়ার গড়ার আগেই একজন সফল ইঞ্জিনিয়ার যাদবপুরের কৃতি ছাত্র অনুপম। ২০০৪ সালের ব্য়াচে পড়াশোনা অনুপমের, গোল্ড মেডেল নিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করেন। এই ছবি শেয়ার করে গায়ক স্মৃতি হাতড়ে লেখেন, ‘২০ বছর আগে, আজকের দিনে আমার প্রথম চাকরিতে যোগ দিই। টেক্সাস ইন্সট্রুমেন্টে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে। সদ্য কলেজ পাশ করে চাকরিতে… আমার বাঁ দিকে অনির্বাণ, জেইউ-তে আমরা সহপাঠী, আমার ডানদিকে সুব্রত, শিবপুর বিই কলেজ থেকে পাশ করেছে। যেন মনে হয়, গতকালের ঘটনা….’।

গত কয়েক মাসে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় অনুপম। দু-বছর আগেই পিয়া চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় বিয়ে ভাঙে অনুপমের। পিয়াকে হারানোটা তাঁর জীবনের অপূরণীয় ক্ষতি, জানিয়েছিলেন অনুপম। বছরের শেষলগ্নে পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। সেই নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। মাস কয়েক যেতে না যেতেই ২রা মার্চ প্রশ্মিতাকে বিয়ে করেন অনুপম। 

আরও পড়ুন-টাকা নিয়েই যত্ত ঝামেলা! সৃজিতের ‘টেক্কা’ থেকে আউট অনুপম, মাঝে ঢুকলেন কে?

২০২৩ সালে ব্য়ক্তিগত চড়াই উতরাই পেরিয়েও সুপারহিট অনুপমের সুর। ‘দশম অবতার’ ছবির ‘আমি সেই মানুষটা আর নেই'-এর পাশাপাশি ‘বাউন্ডুলে ঘুড়ি’ও সমান জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরেও সেই ধারা অব্যাহত। এর মাঝেই টেক্কা থেকে আর্থিক কারণে সরে দাঁড়িয়েছেন অনুপম। 

বায়োস্কোপ খবর

Latest News

কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল স্কটিশদের উড়িয়ে লিগ টেবিলের মগডালে ওয়েস্ট ইন্ডিজ, কোন ২টি দল সেমির দৌড়ে এগিয়ে? বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল বিয়ের পর মুসলিম হওয়া ভিভিয়ান ডিসেনা থেকে শেহজাদা-শিল্পা, বিগ বস ১৮-তে এলেন কারা IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.