শিল্পী হিসাবে নিরাপত্তাহীনতায় ভোগেন অনুপম রায়। তাঁর মধ্যে অদ্ভূত এক ফোমো কাজ করে যে সোশ্যাল মিডিয়ায় না থাকলে তিনি পিছিয়ে পড়বেন, সেই ফোমো-র কারণেই সোশ্যাল মিডিয়ায় থাকা। না-হলে সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর ভয় তাঁরও রয়েছে।
নিজের জীবন দর্শন নিয়ে অকপট অনুপম। জীবনে মারাত্মক আনন্দ বা দুঃখ কোনওটাই তাঁকে ছুঁতে পারে না। মানুষ হিসাবেও নাকি তিনি বেজায় বোরিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ‘বাউন্ডুলে ঘুড়ি’র স্রষ্টা। গত মার্চেই তৃতীয়বারের জন্য বিয়ের পর্ব সেরেছেন অনুপম। নায়কের দ্বিতীয় স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তারপর তিন মাস কাটতে না কাটতেই অনুপমের দ্বিতীয় বিয়ে চমকে দিয়েছিল সকলকে।
গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন অনুপম। কিছুদিন আগেই তুরস্কে হানিমুন পর্বও সেরেছেন। নতুন দাম্পত্য নিয়ে আনন্দবাজার অনলাইনকে অনুপম জানান, ‘আমি গায়ক প্রশ্মিতাকে নয়, মানুষটাকে বিয়ে করেছি। ওর গুণ আছে, ওঁর কন্ঠে সুর আছে। সেটা আমার বাড়তি পাওনা, ও টেকে খুবই ভালো, পিডব্লুসি-তে চাকরি করে। সেট নিয়ে খুব সিরিয়াস। ওভারঅল খুব হ্যাপি ব্যাপার আছে ওর মধ্যে।’
ব্য়ক্তিগত জীবন নিয়ে কথা বলতে একেবারেই স্বচ্ছন্দ নন অনুপম। কবে থেকে প্রশ্মিতার সঙ্গে প্রেম? সঞ্চালিকার কথায়, খানিক আমতা আমতা করেই জানান, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল…গানের মাধ্যমে। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে একটা গানের জগতের মানুষদের নিয়ে। সেখান থেকেই বন্ধুত্বটা’। ব্য়ক্তিগতজীবন নিয়ে প্রশ্ন করতে জবাব না দেওয়ার কথা মুখের উপর জানিয়ে দেন অনুপম।
বিয়ে নামক প্রতিষ্ঠানে তাঁর বিশ্বাস রয়েছে? তিনবার ছাদনাতলায় বসা অনুপম বলেন, ‘বিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার মতো সঠিক লোক নই। বিয়ে নিয়ে মত দেওয়ার মতো লোক নই। বিয়ে নিয়ে রিসার্চ আমি পরে করব। আরেকটু বয়স হোক।’ তাঁর বিয়ের সময় সোশ্যাল মিডিয়া ট্রোলিং হয়নি, মত অনুপমের। অন্যদিকে পরমব্রত-পিয়ার বিয়ে পরবর্তী সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে ‘কোনও বক্তব্য নেই’ অনুপমের।
আমি আমার মতো, টেক্কা, আমার বস, ম্যাডাম সেনগুপ্ত-র মতো অজস্র ছবির সঙ্গীতের দায়িত্ব রয়েছে অনুপমের কাঁধে। অনুপমের সুরে আমার বস এবং ম্যাডাম সেনগুপ্ত ছবিতে গান গেয়েছেন প্রশ্মিতা। স্বজনপোষণ নিয়ে চিন্তিত নন অনুপম। প্রশ্মিতার গায়েকী নিয়ে কী মত সঙ্গীত পরিচালক স্বামীর? অনুপম বললেন, ‘স্পনটেনিয়াস, হ্যাপি এবং সুইট।’