বাংলা নিউজ > বায়োস্কোপ > 'বিচার কী আদৌ পাওয়া যাবে?' যাদবপুর-আরজি কর নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেই 'নিয়ম' ভাঙলেন অনুপম! কীভাবে?

'বিচার কী আদৌ পাওয়া যাবে?' যাদবপুর-আরজি কর নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেই 'নিয়ম' ভাঙলেন অনুপম! কীভাবে?

প্রশ্ন তুলতে গিয়ে নিজেই 'নিয়ম' ভাঙলেন অনুপম!

Anupam on RG Kar: আরজি কর প্রসঙ্গে এদিন প্রশ্ন তুলে একটি পোস্ট করলেন অনুপম রায়। জানতে চাইলেন আদৌ সুবিচার পাওয়া যাবে তো?

আরজি কর কাণ্ড নিয়ে ক্রমশই উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। পুলিশ প্রশাসনের অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। বাদ যাচ্ছে না মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও। এমন অবস্থায় দাঁড়িয়ে এক বছর আগের কথা মনে করিয়ে প্রশ্ন তুললেন অনুপম রায়। কী লিখলেন তিনি তাঁর পোস্টে?

আরও পড়ুন: ট্রোল্ড হতেই ভিডিয়ো ডিলিট, সাফাই দিয়ে এবার নিজেকে কৃষ্ণের সঙ্গে তুলনা টানলেন ঋতুপর্ণা! বললেন, 'শঙ্খ বাজিয়েই উনি...'

আরও পড়ুন: '৮১ বছর বয়সে এসেও এত কাজ কেন করেন?', উদ্বিগ্ন ভক্তের প্রশ্নে কী জানালেন অমিতাভ?

আরজি কর নিয়ে কী লিখলেন অনুপম রায়?

অনুপম রায় এদিন তাঁর পোস্টে গত বছর ঘটে যাওয়া যাদবপুরের ছাত্র মৃত্যুর কথা মনে করিয়ে দেন, ফিরিয়ে আনেন র‌্যাগিংয়ের প্রসঙ্গ। এডি সেটার সঙ্গে আরজি কর কাণ্ডের নির্যাতিতার হয়েও প্রশ্ন তোলেন যে আদৌ বিচার পাওয়া যাবে কী?

গায়ক এদিন তাঁর এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'যাদবপুরের ছাত্র মৃত্যুর এক বছর হয়ে গিয়েছে। দোষীকে চিহ্নিত করা যায়নি। যাদবপুরের র‌্যাগিংয়ের ঘটনা, ২০২৩। আরজি করের মহিলা চিকিৎসকের মৃত্যুর ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কী?' প্রসঙ্গত এদিন তিনি তাঁর পোস্টে নিয়ম ভেঙে দুই নির্যাতিতের নামই প্রকাশ করে ফেলেন।

প্রসঙ্গত এদিন রবিবার অর্থাৎ ১৮ অগস্ট টলিউডের তরফে সমবেত ভাবে একটি মিছিল বের করা হবে নির্যাতিতা-মৃতার বিচার চেয়ে। এদিন টলিউডের সমস্ত কলাকুশলীরা একটি ছবি শেয়ার করেন নিজ নিজ ওয়ালে। সেই পোস্টারে লেখা ছিল, 'সব অভয়ার বিচার চাই, অর্জীবকর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার।' সেখানেই জানানো হয়েছে রবিবার বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা মিলিত হয়ে সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতালে যাবেন। পরিবহনের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। পোস্টারের শেষে লেখা হয়েছে, 'প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মী বন্ধুদের আসতে অনুরোধ করছি।'

আরও পড়ুন: স্ত্রী ২-তে মজে বিশ্ববাসী! ৩ দিনেই ডাবল সেঞ্চুরি হাঁকাল শ্রদ্ধা-রাজকুমারের হরর কমেডি ছবি, মোট কত আয় করল?

এই পোস্টটি সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ শেয়ার করেছেন। বাদ যাননি অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, প্রমুখ এই ছবি পোস্ট করেছেন। যদিও ইতিমধ্যেই রাত দখলের সময় হোক বা অন্যান্য সময় সাধারণ মানুষের পাশে জমায়েত মিছিলে দেখা গিয়েছে বিভিন্ন তারকা, পরিচালকদের। জানা গিয়েছে রবিবারের টলিউডের এই কর্মসূচিতে যোগ দেবেন রাজ চক্রবর্তীও। থাকবেন নাট্য জগতের ব্যক্তিত্বরাও।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ব্রিটেনের যুবরাজের অনুরোধ ফিরিয়েছিলেন রতন টাটা, কারণ অবাক করার মতোই ‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম স্তন ঢেকে দু-হাত! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ রসগোল্লার রস মাখালেন আলুর তরকারিতে, ডোবালেন লুচি! মিমির খাওয়া দেখে হাঁ নেটপাড়া আগে প্রমাণ হাতে আসুক, তারপরই হরিয়ানায় ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হবে কংগ্রেস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.