বাংলা নিউজ > বায়োস্কোপ > Prashmita-Anupam Wedding Photo: গায়ে হলুদ শাড়ি! একটায় মন ভরেনি, প্রকাশ্যে অনুপম-পত্নী প্রশ্মিতার বিয়ের নতুন ছবি

Prashmita-Anupam Wedding Photo: গায়ে হলুদ শাড়ি! একটায় মন ভরেনি, প্রকাশ্যে অনুপম-পত্নী প্রশ্মিতার বিয়ের নতুন ছবি

প্রকাশ্যে অনুপম-পত্নী প্রশ্মিতার বিয়ের অনুষ্ঠানের নতুন ছবি। 

দুজনেই টলিউডকে দিয়েছেন অনেক জনপ্রিয় গান। ২০২৪ সালের মার্চেই বিয়ে করেছেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। বিয়ের অনুষ্ঠান থেকে নতুন ছবি দিলেন গায়ক পত্নী। 

বাংলার মানুষের নতুন ক্রাশ এখন প্রশ্মিতা পাল। গোলগাল মুখের মিষ্টি হাসির মেয়েটার বিয়ের দিনের স্নিগ্ধ সাজ মন কেড়ে নিয়েছে সকলের। ২ মার্চ অনুপম রায় ও প্রশ্মিতা বিয়ের ছবি দেন সামাজিক মাধ্যমে। অনুমের অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হয়েছিল ছবিখানা। ক্যাপশনে লেখাছিল, ‘নতুন করে’।

সই-সাবুদ করেই এক হয়েছেন তাঁরা। বিয়ের দিন প্রশ্মিতা পরেছিলেন গোলাপি রঙের বেনারসি। কানে ঝুমকো। গলায় একটা নেকলেস ও একটা বড় লম্বা হার। হাতে বালা, চুড়, আর কঙ্কন। মাথায় গোঁজা ছিল ফুল।

অনুপমের বিস্কিট রঙের পঞ্জাবিতে ছিল গোলাপি সুতোর কাজ। যেন নতুন বউয়ের রঙের একটুখানি ছাপ রেখে গিয়েছেন তিনিও। অনুপমের এটা তৃতীয় বিয়ে, প্রশ্মিতারো প্রথম বিয়ে সুখের হয়নি। দ্বিতীয়বার ভালোবাসার হদিশ পেয়েছেন অনুপমের কাছে। গায়কের ভক্তরা চাইছে বউন্ডুলে ঘুড়ি এবার পাকাপোক্তভাবে ধরা পড়ুক। টিকে থাক সংসারে।

আরও পড়ুন: কম টিআরপি! বারবার স্লট হারা, অসময়ে বন্ধ স্টার জলসার জনপ্রিয় মেগা, কাঁদালেন নায়িকা

প্রশ্মিতা নিজেও গায়িকা। রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে প্রথম পেয়েছিলেন খ্যাতি। গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো গান তিনি উপহার দিয়েছেন। তবে এই মেয়েটা যেন নতুন করে মন কেড়ে নিল সকলের। তাই তো বিয়ের দিনের আরেকটি সাজের ছবি শেয়ার করতেই তা ভাইরাল।

আরও পড়ুন: আজই নাচবেন, কবিতা বলবেন, রুটি বেলবেন মমতা! কখন টিভি চালাবেন ‘দিদি’কে দেখতে

খুব সম্ভবত বিয়ের দিন সকালে তোলা ছবিটি। অথবা হতে পারে তা তোলা হয়েছে রেজিস্ট্রির কাগজে সই করার সময়। হাতে মেহেন্দি বোঝাচ্ছে তা বিয়ের সময়েরই। পিছনে কাপড়ের প্যান্ডেল বোঝাচ্ছে বিয়ের আনন্দেই সেজে উঠেছে ভেন্যু। তিনি পরে আছেন একটি হলুদ রঙের শিফনের শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ। কানে ঝুমকো। হাতে লাল চুরি। ক্যাপশনে নতুন বউ লিখেছেন, ‘And it was called Yellow’।

আরও পড়ুন: ফাইনালে বাংলার ২ সন্তান, ইন্ডিয়ান আইডল ১৪-তে অনন্যা-শুভদীপের সঙ্গে আরও চার! কে জিতবে?

২০২১ সালে অনুপমের সঙ্গে ডিভোর্স হয় তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর। প্রশ্মিতার প্রথম বিয়ে হয়েছিল এক ডাক্তার পাত্রের সঙ্গে নাম শৌনক। দুজনেরই বিয়ে ভাঙে করোনা লকডাউনের সময়ে। কাজের সূত্রে আলাপ দীর্ঘদিনের। এরপর দুটো ভাঙা মন একে-অপরের মাঝে খুজে নেয় নতুন করে ঘর। যার শুভ পরিণতি হল ২০২৪-এর মার্চ মাসে। 

বায়োস্কোপ খবর

Latest News

হিজবুল্লা জঙ্গিদের পকেটে-হাতে পেজার বিস্ফোরণ! মৃত ৮, আহত ২৭৫০, ইজরায়েলের কাজ? কলকাতার সংস্থার মালিকানাধীন ওডিশার কারখানায় ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, জখম ৫ বাড়ি থেকে কাজ বন্ধ! কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসার নির্দেশ দিল উইপ্রো আমির পুত্রর সঙ্গে জমিয়ে প্রেম করছেন শ্রীদেবী কন্যা! জুনেইদ-খুশির পাকা দেখা কবে? ঘোমটা মাথায় ঝরঝরে ইংরেজি বললেন গ্রাম প্রধান, চমকে উঠে হাততালি দিলেন IAS টিনা Ola Electric Scooter দেখে হতাশ গ্রাহক! লিখলেন, ‘দয়া করে এটি কিনবেন না’ ‘আমাদের প্রথম পছন্দ ও’! খারাপ সময় দাদার মতো লোকেশের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক… একবারেই ১ লাখ টাকা! প্রভিডেন্ড ফান্ডে ‘ডবল’ হল সুবিধা, আরও ১ পরিবর্তন কেন্দ্রের শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু কি হিন্দুদের জন্য, প্রশ্ন RSS ম্যাগাজিনের সম্পাদকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.