টেলিভিশন জগতের কালো দিন। আদিত্য সিং রাজপুত ও বৈভাবী উপাধ্যায়ের পর, প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। বয়স হয়েছিল ৫১ বছর।
রূপালি গঙ্গোপাধ্য়ায়ের হিট টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন নীতেশ পাণ্ডে। নাসিকের লাগাতপুরী অঞ্চলে শ্যুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। আরও পড়ুন: ধারাভি থেকে নামী ব্র্যান্ডের মুখ, 'বস্তির রাজকুমারি’ মালীশাকে চেনেন
১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত নীতেশ পাণ্ডে। ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। ‘মঞ্জিলে আপানি’, ‘অস্তিত্ব... এক প্রেম কাহানি’, ‘সায়া’, ‘জুস্তজু’ এবং ‘দুর্গেশ নন্দিনি’র মতো ধারাবাহিকে কাজ করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।
‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ পাণ্ডে। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শ্যালক।
উত্তরাখণ্ডের আলমোড়া কুমায়ুনের বাসিন্দা ছিলেন নীতেশ। ‘জুস্তজু’ টেলিভিশন শোতে অভিনেত্রী অর্পিতা পাণ্ডের সঙ্গে কাজ করতেন তিনি। এরপরই অর্পিতা পাণ্ডেকে ২০০৩ সালে বিয়ে করেন। নীতেশের প্রথম স্ত্রীর নাম অশ্বিনী কালসেকার। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতা পাণ্ডে।