বাংলা নিউজ > বায়োস্কোপ > রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার, কী হয়েছিল সেদিন সেটে?

রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার, কী হয়েছিল সেদিন সেটে?

Anupriya Goenka will be seen sharing screen space with Rahul Bose in Berlin.

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা স্বীকার করেছেন যে, তিনি ছোটবেলা থেকেই অভিনেতা রাহুল বোসের বিশাল ভক্ত। সঙ্গে জানান, রাহুলের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য করার সময় একটু অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। 

অভিনেতা অনুপ্রিয়া গোয়েঙ্কা তার পরবর্তী সিনেমা বার্লিনে রাহুল বোসের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। তবে তিনি স্বীকার করেন যে, ৫৭ বছর বয়সী অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তাঁকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল।  

নিউজ ১৮-এর সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, তিনি শেয়ার করেছেন যে রাহুল বেশিরভাগ সময়ই সেটে থাকতেন আড্ডার মুডে। তবে যেদিন এই ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট করা হল, সেদিন চুপচাপ ছিলেন। কারণ অভিনেতা বেশ লাজুক। আর শান্ত থাকার চেষ্টা করছিলেন। 

আরও পড়ুন: ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন

‘টেকনিক্যালি আমরা সেদিন শ্যুট করছিলাম না, শুধু কিছু ছবির জন্য পোজ দিচ্ছিলাম। আমি আপনাকে বোঝাতে পারব না যে তিনি কতটা লাজুক হয়ে পড়েছিলেন, এবং আমার তাঁকে এভাবে দেখতে বেশ লাগছিল! আমার ভিতরের ফ্যান গার্লটা খুব তাড়াতাড়ি এমন একজনে পরিণত হয়ে গেল, যে ওকে উত্যক্ত করছিল।’

আরও পড়ুন: আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা

৩৭ বছর বয়সী এই তারকা আরও বলেন, 'ছবিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে, যদিও এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি ছিল।

তিনি আরও স্বীকার করেছেন যে তিনিও নার্ভাস ছিলেন এবং অনেক চেষ্টা করছিলেন আত্মবিশ্বাসী থাকার। সাক্ষাৎকারে অনুপ্রিয়া আরও প্রকাশ করেছিলেন যে, বেড়ে ওঠার সময় রাহুলের প্রতি তাঁর বিশাল ক্রাশ ছিল এবং নিজের ক্রাশের সঙ্গে কাজ করা একটি বড় বিষয় ছিল তাই অভিনেত্রীর কাছে। 

আরও পড়ুন: চা খেতে চলো, প্রস্তাব প্রতিযোগীকে! কোন প্রশংসায় কেবিসিতে অমিতাভের মন জয় মহিলার

স্পাই থ্রিলারটি নয়াদিল্লিতে ১৯৯০ এর দশকের পটভূমিতে সেট করা হয়েছে। অতুল সাভারওয়াল পরিচালিত বার্লিনে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, ইশওয়াক সিং, রাহুল বোস, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং কবীর বেদী।  জি স্টুডিয়ো এবং ইপ্পি কি ইয়ে মোশন পিকচার্স প্রযোজিত বার্লিন স্ট্রিমিং হবে জি ফাইভে ১৩ সেপ্টেম্বর থেকে।

গল্পটি তিনটি প্রধান চরিত্রকে ঘিরে আবর্তিত হয় যাদের জীবন অপ্রত্যাশিত উপায়ে একে-অপরের সঙ্গে ধাক্কা খায়। ইশওয়াককে একজন বধির-মূক যুবক হিসাবে দেখা হয়, যার বিরুদ্ধে বিদেশী গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে। অপরাশক্তিকে একজন সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ, যিনি নীরবতার মধ্যে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করার দায়িত্ব পান। অনুপ্রিয়া একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, রাহুল একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায়।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.