১৮ মার্চ মঙ্গলবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্টবেঙ্গল ২০২৫। বাইপাসের ধারে একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। তবে কেবল এই ইভেন্টের পুরস্কার নয়, এর রেড কার্পেটও বর্তমানে চর্চায়। সেখানে এক এক সেলেবের এক এক কান্ড, আর তা নিয়ে নেটিজেনদের আলোচনার শেষ নেই। কখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভুল ইংরাজি উচ্চারণ তো, কখনও দেবলীনা দত্তের আফ্রিকান পোশাক, সবটা নিয়ে সরগরম নেটদুনিয়া। আর এবার আলোচনায় অনুরাধা মুখোপাধ্যায়ের 'বগলের দাগ'!
আরও পড়ুন: ফ্লার্ট করছেন, সঙ্গে চুটিয়ে মারপিটও! সিকন্দর ট্রেলারে মারকাটারি সলমন, কম যান না রশ্মিকাও
কী ঘটেছে ভিডিয়োয়?
ফিল্মফেয়ারের পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় অনুরাধাকে রেড কার্পেটে দেখা গিয়েছে। সেখানে অভিনেত্রীর পরনে ছিল একটি গোলাপি রঙের অফ শোল্ডার গাউন। সঙ্গে ঝোলা কানের দুল পরেছিলেন নায়িকা। হালকা মেকআপে বেশ গ্ল্যামারেস লাগছিল তাঁকে। তবে সেখানে দেখতে পাওয়া তাঁর বগলের দাগের জন্য নায়িকাকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে।
আরও পড়ুন: আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ
কারণ? নায়িকার অফ শোল্ডার গাউনের ডিজাইনের জন্য নায়িকার বগলের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। আর বগলের সেই অংশেই বেশ কিছু কালো কালো দাগ দেখা গিয়েছে। এই কালো দাগ নিয়েই চরম ট্রোলের মুখে পড়তে হয়েছে নায়িকাকে।
আরও পড়ুন: টিআরপি বেহাল, জি বাংলার এই মেগায় আসছেন সুস্মিতা, পজিটিভ না নেগেটিভ, কেমন চরিত্র?
কে কী বলছেন?
নায়িকার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কী হয়েছে ওঁর বগলে?’ আর একজন লেখেন, ‘দিদির বগলে ইনফেকশন।’
আরও পড়ুন: রণজয়ের সঙ্গে প্রেম শ্যামৌপ্তির? 'সত্যিই আগামী দিনে…', চর্চায় মুখ খুললেন ‘গুড্ডি’
প্রসঙ্গত, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলার জয়া আহসান। বহু উজ্জ্বল তারকাই সেখানে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবারও এই পুরষ্কার অনুষ্ঠানে সেই সমস্ত বাংলা ছবি, যেগুলি কিনা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে, তার শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, গল্পকার এবং কলাকুশলীদের সম্মান জানানো হয়েছে। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ বিজয়ীদের তালিকা বেশ লম্বা। এবার সবথেকে বেশি পুরস্কার এসেছে বহুরূপীর ঝুলিতে। তাঁদের পুরস্কারের সংখ্যা মোট ৭টা।