বাংলা নিউজ > বায়োস্কোপ > Metro In Dino: এবছরই ফের শহরের গল্প নিয়ে আসছেন অনুরাগ, কমন ফ্যাক্টর কঙ্কনা

Metro In Dino: এবছরই ফের শহরের গল্প নিয়ে আসছেন অনুরাগ, কমন ফ্যাক্টর কঙ্কনা

চলতি বছরেই আসছে ‘মেট্রো ইন দিনো’

Metro In Dino: আসতে চলেছে লাইফ ইন এ মেট্রোর সিক্যুয়েল। অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন দিনো মুক্তি পাবে চলতি বছরেই। কবে আসছে এই ছবি? কী জানালেন তরণ আদর্শ? দেখুন।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি, 'লাইফ ইন এ মেট্রো।' পরিচালকের আসনে ছিলেন অনুরাগ বসু। মুম্বইতে থাকেন, কাজ করেন এমন নয়টি মানুষের জীবনের ঘটনা ধরা পড়েছিল এই ছবিতে। ছবি তো বটেই এই ছবির প্রতিটি গান হিট করেছিল। শ্রোতাদের কাছ থেকে দারুন সাড়া পেয়েছিল। এবার সেই ছবির সিক্যুয়েল হিসেবে আসছে 'মেট্রো... ইন দিনো।' ছবিটির বিষয় আগেই জানা গিয়েছিল এবার প্রকাশ্যে এল এই ছবির মুক্তির দিন।

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে নতুন ছবি মেট্রো ইন দিনো। ২০২৩ সালের ৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। পরিচালনার দায়িত্ব সামলেছেন অনুরাগ বসু। তাঁর সঙ্গে এই ছবিতে প্রথম ভাগের একাধিক অভিনেতাকে দেখা যাবে। তাঁদের সঙ্গে থাকবে নতুন কিছু মুখও।

মেট্রো ইন দিনো ছবিতে আদিত্য রয় কাপুর, কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্ত, আলি ফজল, ফতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী, অনুপম খের, সারা আলি খান, প্রমুখকে দেখা যেতে চলেছে। লাইফ ইন এ মেট্রো ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল ইরফান খান, কেকে মেনন, সাইনি আহুজা, কঙ্কনা সেনশর্মা, শিল্পা শেট্টি, কঙ্গনা রানাওয়াত, প্রমুখকে।

এই ছবিটির প্রযোজনা করেছে টি সিরিজ এবং অনুরাগ বসু প্রোডাকশন। এই ছবিতে প্রথমবার সারা আলি খানকে অনুরাগ বসুর সঙ্গে কাজ করতে দেখা যাবে। প্রথমবার জুটি বাঁধবেন আদিত্য রয় কাপুর এবং সারা। নতুন প্রজন্মের প্রেম কাহিনী দেখা যাবে এখানে।

মেট্রো ইন দিনোর সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রীতম। সোমবার, ৩০ জানুয়ারি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন যে এই ছবিটি আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।

এই ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, 'মেট্রো ইন দিনো ছবি সাধারণ মানুষের কথা বলবে।' বহুদিন পর এই ছবিতে ভূষণ কুমারের সঙ্গে কাজ করেছেন অনুরাগ বসু।

বন্ধ করুন