সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষের আনা যৌন হেনস্থার অভিযোগে রীতিমতো সরগরম বি টাউন ।আর এবার এই কাহিনীতে নতুন টুইস্টের সঞ্চার করলেন অভিনেত্রী রিচা চাড্ডা । পায়েল সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করে অনুরাগের বিরুদ্ধে মিটুর অভিযোগ আনেন- সেখানে নাম উল্লেখ করা হয় রিচা চড্ডারও। এই মামলায় অহেতুক তাঁর নাম জড়ানোয় পায়েল ঘোষকে সোমবার আইনি নোটিস পাঠান রিচা । তাঁর নামের অপব্যবহার হচ্ছে এমন দাবি করে এদিন পায়েলকে আইনি নোটিসের সফট কপি পাঠিয়ে দিয়েছেন রিচা । তবে পায়েলের ঠিকানায় হার্ড কপি পাঠাতে গেলে অভিনেত্রীর প্রতিনিধি তা গ্রহণ করতে অস্বীকার করেন।
প্রসঙ্গত উলেখ্য, গ্যাংস অফ ওয়াসেপুরের পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ । পায়েল দাবি করেছিলেন রিচা , মাহি গিল , হুমা কুরেশিদের নাকি অনুরাগের সব চাহিদা পূরণ করেন, একটা ফোন কলেই নাকি ওঁরা হাজির হয়ে যায়, এ কথা তাঁকে বলেছিল অনুরাগ কশ্যপ। কিন্তু রিচা এবং পরিচালক দুজনেই এই অভিযোগ অস্বীকার করেন । অকারণে এবং অপ্রয়োজনীয় ভাবে তাঁর মক্কেলের নাম জড়িয়ে সন্মান হানি করার চেষ্টা করার অপরাধে পায়েলের বিরুদ্ধে নোটিস জারি করেন রিয়ার আইনজীবি ।
ইতিমধ্যে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন তিনি রিচার নাম ব্যবহার করেছেন কারণ অনুরাগ তাঁকে এই কথাই বলেছিলেন । ব্যক্তিগত ভাবে এঁদের কাউকেই চেনেন না বলে দাবি করেন পায়েল । জানান এতে তাঁর কোনও দোষ নেই কারণ তিনি পরিচালকের বক্তব্যকে তুলে ধরেছেন মাত্র ।
এছাড়াও তাঁর বিরুদ্ধে জারি হওয়া নোটিসের প্রসঙ্গে প্যাটেল কি পাঞ্জাবি শাদিতে অভিনয় করা এই নায়িকা জানান , রিচার উচিৎ তাঁকে না দুষে সরাসরি অনুরাগকে প্রশ্ন করা কেন তিনি এই কথা বলেছিলেন ।
এদিকে অনুরাগের আইনজীবী প্রিয়াঙ্কা খিমানিও জারি করা বিবৃতিতে জানিয়েছেন তাঁর মক্কেল অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । বর্তমানে মানসিক ভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন বলি পরিচালক । '