সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের গলায় মালা দিয়েছেন তিনি। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো এদিন প্রকাশ্যে এল। সেখানেই একেবারে অন্য অবতারে দেখা গেল অনুরাগ কাশ্যপকে। শ্বশুরের সঙ্গে তাল মিলিয়ে কী করলেন শেন?
আরও পড়ুন: ডায়েট ভুলে বার্গার - ভাজাভুজিতেই জমলো ভুরিভোজ! কোথায় জীবনের 'সেরা দিন'টা কাটালেন বিরাট - অনুষ্কা?
কী ঘটেছে আলিয়ার বিয়েতে?
এদিন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ আলিয়া এবং শেনের বিয়ে এবং রিসেপশনের একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্ট করা সেই ভিডিয়োতে তিনি লেখেন, 'কনেপক্ষ।' সঙ্গে লেখেন, 'অনেক শুভেচ্ছা আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোয়ারকে। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।' শ্বেতা তাঁর এই পোস্টে আলিয়ার মা এবং অনুরাগ কাশ্যপের প্রথম স্ত্রী আরতি বাজাজকে ট্যাগ করেছেন। এই বিষয়ে বলে রাখা ভালো, অনুরাগ এবং শ্বেতা একে অন্যের দারুণ ভালো বন্ধু।
শ্বেতার পোস্ট করা ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে অনুরাগ কন্যার মেয়ের বিয়েতে বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতারা এসেছেন, ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিক্রমাদিত্য মোতওয়ানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। এদিন তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে শেন ঢোল বাজাচ্ছেন আর তাতে বসে আছেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী আলিয়া। আলিয়াকে সেই ভিডিয়োতে বরকে আদর করে দিতেও দেখা যায়।
আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অনুরাগ কাশ্যপ ডিজে হয়ে গিয়েছেন মেয়ের বিয়েতে। নিজেই কানে হেডফোন লাগিয়ে ডিজে বাজাচ্ছেন। বাকিরা সবাই উত্তাল হয়ে নাচছেন।
প্রসঙ্গত গত ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া এবং শেন। আত্মীয়, পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তবে রিসেপশনে চাঁদের হাট দেখা যায়। খুশি কাপুরকে প্রিয় বন্ধুর বিয়েতে দারুণ মজা করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'