আজ অর্থাৎ ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোয়ার। মেহেন্দি থেকে গায়ে হলুদ, সবকিছুর ছবিই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো যেখানে দেখা যাচ্ছে, অনুরাগ বরপক্ষকে আমন্ত্রণ জানাচ্ছেন নাচ করতে করতে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, আর পাঁচটা বিয়ের মতোই বিয়ে বাড়িতে প্রবেশ করছেন বরপক্ষ। বরপক্ষকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন মেয়ের বাবা। হবু জামাইকে এবং আমন্ত্রিত অতিথিদের গলায় মালা পরিয়ে সাদরে আমন্ত্রণ জানালেন অনুরাগ। শুধু তাই নয়, নিজেও খানিকটা নেচে নিলেন গানের তালে তালে।
আরও পড়ুন: বিকাশের নিউইয়র্কের রেস্তোরাঁয় শাহরুখ!বাদশাকে নিয়ে আবেগে ভাসলেন শেফ
একটি ডেটিং অ্যাপে আলিয়া এবং শেনের আলাপ হয়। কিছুদিন কথাবার্তার পর হঠাৎ করেই আলিয়াকে প্রপোজ করেন শেন, সেই রোমান্টিক মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শেনের প্রস্তাবে রাজি হয়ে যান আলিয়া এবং তারপর শুরু হয় একসাথে পথ চলা।
গত বছর মুম্বইয়ের বাসভবনে বাগদান পর্ব সম্পন্ন হয় আলিয়া এবং শেনের। তারপর থেকেই শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়। অবশেষে চলতি বছরের ডিসেম্বরে ঠিক হয় বিয়ের ডেট। সেইভাবে চলতে থাকে প্রস্তুতি।
আলিয়ার প্রত্যেকটি শুভ মুহূর্তে বন্ধুর সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় খুশি কাপুরকে। আলিয়ার প্রি-ওয়েডিং পার্টি থেকে শুরু করে গায়ে হলুদ পর্ব, সর্বত্র বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত স্পেশাল মুহূর্তের ছবি পোস্ট করতেও দেখা যায় খুশিকে।
ককটেল পার্টিতে খুশির গ্ল্যামারাস লুক সব থেকে বেশি নজর কাড়ে। তবে শুধু বিয়ের ছবি নয়, বন্ধুদের সঙ্গে আলিয়া ব্যাচেলর পার্টি করতে গিয়েছিলেন থাইল্যান্ডে, সেই ছবিও ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত ঋষি-কন্যা, লিখলেন '১০ বছর পর অবশেষে…'
আরও পড়ুন: 'হাম সাথ সাথ হ্যায়'র স্মৃতি ফেরালেন আলিয়া! মোদীর সঙ্গে দেখা করতে গিয়ে কাপুররা কী কাণ্ড ঘটালেন?
প্রসঙ্গত, মেয়ের বিয়ের কিছুদিন আগে অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি দেখেন আলিয়া এবং অনুরাগ। সিনেমায় বাবা এবং মেয়ের একটি অসম্ভব সুন্দর মুহূর্ত তুলে ধরা হয় যা ভীষণ ভালো লাগে অনুরাগের। অভিষেকের অভিনয়ের প্রশংসা করে অনুরাগ বলেছিলেন, এই মুহূর্তে এই সিনেমাটির থেকে ভালো কোনও সিনেমা হতে পারত না আমার জন্য।