গত ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া কাশ্যপ এবং শেন গ্রেগোয়ার। আলিয়ার প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাগের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচিন। এবার আলিয়ার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখলেন কালকি। কী লিখলেন তিনি?
বৃহস্পতিবার নিজের Instagram একাউন্ট থেকে আলিয়া এবং শেনের বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে কালকি লেখেন, আমি যা পেয়েছি তা হল একগুচ্ছ জিনিস যা অন্য লোকেরা বলেছে। তুমি 'জাস্ট কিডস' (পট্টি স্মিথের আত্মজীবনী )
'দুই ড্রিফটার দুনিয়া দেখতে, দেখার মতো অনেক জগৎ আছে' (B'fast @ Tiffany's, infinite rewatch value)
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
তাই ‘সমুদ্রে আগুন লাগলে নিজের হৃদয়কে বিশ্বাস করুন, তারারা পিছনের দিকে হাঁটলেও ভালোবাসায় বাঁচুন’ (ই ই কামিংস, আমার একজন প্রিয় কবি)
মনে রাখবেন 'সময় গোলাপ নিয়ে আসে' (পর্তুগিজ প্রবাদ)
এবং 'আপনি না করলে কিছুই কাজ করবে না' (মায়া অ্যাঞ্জেলো)
'নাচতে নিজেকে হারাতে' ভুলে যাবেন না ( ড্যাফট পাঙ্ক)
অথবা যে ‘প্রেম অধিকার দাবি করে না, স্বাধীনতা দেয়’ (আমাদের এক এবং একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর)
অবশেষে, যদিও আপনি এটি অনুভব করতে পারেন না, আপনি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে...
'আমি বাচ্চাদের কাঁদতে দেখি
আমি তাদের বেড়ে উঠতে দেখি
তারা আরও আমার থেকেও অনেক বেশি কিছু জানতে পারবে
কি আশ্চর্য পৃথিবী'
(লুই আর্মস্ট্রং)
আরও পড়ুন: থাই-স্লিট প্যান্টে আগুন ঝরানো নাচ শামির প্রাক্তন স্ত্রীর! শীতের রাতেও উষ্ণতা ছড়ালেন হাসিন
আরও পড়ুন: ফ্রিতে রাহাত আলি খানের কনসার্টের জন্য স্টেডিয়াম দিচ্ছে বাংলাদেশ সেনা
বিশ্বের সব 'ইশক, পেয়ার এবং মহব্বত' (বলিউডের এক হাজার চলচ্চিত্রের থিমের মতো) কামনা করছি তোমাদের জীবনেও সমস্ত আশা এবং স্বপ্ন পূরণ হোক।
প্রসঙ্গত, আলিয়ার প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকি। সবুজ রঙের একটি পোশাকে মানানসই সাজে সেজে ছিলেন তিনি। তবে বিয়ের অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও দূর থেকেই নবদম্পতিকে আশীর্বাদ দিয়েছেন তিনি।
আলিয়া হলেন অনুরাগ কাশ্যপ এবং আরতি বাজাজের মেয়ে। পরবর্তীকালে কালকির সঙ্গে অনুরাগের বিয়ে হলেও সেই বিয়ে ভেঙে যায়। তবে বিয়ে ভেঙে গেলেও সৎ মেয়ের সঙ্গে কালকির বোঝাপড়া যে ভীষণ ভালো তা বোঝাই গেল এই বিয়ে থেকে।