আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া কাশ্যপ। বিয়ের আগে মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে তাই একসঙ্গে একটি সিনেমা দেখার প্ল্যান করেন পরিচালক। দেখে ফেলেন ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি। সিনেমা দেখার পর ঠিক কী বললেন পরিচালক?
সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করে পরিচালক লেখেন, আমার মেয়ের কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে যাচ্ছে। ওর বিয়ের আগে এটি আমাদের একসঙ্গে দেখা শেষ সিনেমা। এই সিনেমাটি দেখে যেমন হেসেছি তেমন কেঁদেছি। অর্জুন সেনের মত আমাদের সকলের জীবন ম্যারাথন দৌড়ের মতো। অভিষেকের এটি সেরা পারফরমেন্স।
আরও পড়ুন: অবসর নিয়েই মোদীর সাথে বসে দেখলেন সবরমতী রিপোর্ট, বিক্রান্তের ছবি দেখে আবেগঘন প্রধানমন্ত্রী
অনুরাগ আরও লিখেছেন, সিনেমাটি নিয়ে আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না কারণ ঠিক কি অনুভূতি আমার হয়েছে সেটাই আমি বর্ণনা করতে পারছি না। একবার হলেও এই সিনেমাটি সিনেমা হলে দেখে আসুন। এই সিনেমাটি আপনার মনের কথা বের করে নিয়ে আসবে। সুজিতের অসামান্য কাজ দেখলাম।
প্রসঙ্গত, সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় একজন বাবা এবং মেয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এই সিনেমায় অর্জুন সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অর্জুন এমন একটি চরিত্র যার অস্ত্রপ্রচারের পর জীবন সম্পূর্ণ পাল্টে যায়। এই গল্পটি সে সমস্ত পুরুষের গল্প, যারা কখনও না কখনও নিজের মনের কথা বলতে পারে না।
কিছুদিন আগে অভিষেক বচ্চনের অভিনয়ের প্রশংসা করতে দেখা গিয়েছিল শাবানা আজমিকে। শুধু তাই নয়, অমিতাভ বচ্চন নিজের ছেলের অভিনয়ের প্রশংসা করে তাঁকে বুক ভরা ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: ‘সিরিয়ালে অভিনয়টা সরকারি চাকরির মতো…', OTT থেকে চার বছর পর টিভিতে ফিরলেন ঊষসী
আরও পড়ুন: ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সৌম্য? জানালেন অভিনেতা
সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন ওহিল্যা বামরু, জয়ন্ত কৃপালানি, ক্রিস্টিন গডার্ড, জনি লিভার।