বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurag Kashyap on Shah Rukh Khan: 'কাজ দিয়ে উত্তর দিলেন', 'শক্ত শিরদাঁড়ার মানুষ' শাহরুখের প্রশংসায় সরব অনুরাগ

Anurag Kashyap on Shah Rukh Khan: 'কাজ দিয়ে উত্তর দিলেন', 'শক্ত শিরদাঁড়ার মানুষ' শাহরুখের প্রশংসায় সরব অনুরাগ

'শক্ত শিরদাঁড়ার মানুষ' শাহরুখের প্রশংসায় সরব অনুরাগ

Anurag Kashyap on Shah Rukh Khan: পাঠান দেখে শাহরুখের প্রশংসায় সরব হলেন অনুরাগ কাশ্যপ। জানালেন কীভাবে অভিনেতা সব কিছু সহ্য করে চুপ ছিলেন। কাজের মাধ্যমেই তিনি তাঁর যোগ্য জবাব ফেরত দিলেন।

'সব থেকে শক্ত শিরদাঁড়ার মানুষ' -এর অ্যাখ্যা শাহরুখ খানকে। কে দিলেন? অনুরাগ কাশ্যপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের গুনগান শোনা গেল অনুরাগ ক্যাশপের মুখে। তিনি জানান এতদিন কিং খান একদম চুপ ছিলেন। তিনি যা উত্তর দেওয়ার তাঁর কাজ দিয়ে দিলেন। তিনি আরও বলেন শাহরুখ যা শেখালেন সেটা শেখার মতো এবং তিনি শিখেছেন সেটা। দর্শকদের পাঠান এই পাগলামো, উন্মাদনা দেখে তিনি মুগ্ধ বলেও জানান।

শাহরুখ খানের পাঠান ভারতীয় বক্স অফিস তো বটেই আন্তর্জাতিক বক্স অফিসের ক্ষেত্রেও একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে। তরণ আদর্শ জানিয়েছেন পাঠান ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৪৩৯ কোটি টাকা কামিয়ে ফেলেছে। এটা ভারতে এখনও পর্যন্ত ২৬৫ এবং বিশ্বজুড়ে ১৬৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দর্শকদের থেকে শাহরুখের এই ছবি দুর্দান্ত সাড়া পেয়েছে। চার বছর পর তাঁর এই কামব্যাক ছবির জন্যই যেন দর্শকরা এতদিন অপেক্ষা করে ছিলেন।

মিড ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেন, 'মানুষ আবার হলে ফিরছেন। ছবি দেখতে দেখতে নাচছেন। পাগলের মতো করছেন ছবিটিকে নিয়ে। এই উন্মাদনা, এই পাগলামি ভীষণ সুন্দর। এতদিন এটা দেখা যায়নি। এটা যেন একটা সামাজিক রাজনৈতিক বার্তাও।'

পরিচালকের কথায়, 'এই ভদ্রলোকের শিরদাঁড়া সব থেকে শক্তিশালী, এতদিন এত কিছুর পরেও উনি চুপ ছিলেন। কিছু বলেননি। যা বলার তিনি তাঁর কাজ দিয়ে পর্দায় বলে দিয়েছেন। এবং সেটা সুন্দর। আমি বুঝেছি উনি কী শিক্ষা দিতে চাইলেন। কাজের মাধ্যমেই কথা বলো, অকারণ কথা বলো না। উনি কেন আর কে সেটা এই কাজ থেকেই প্রমাণিত।'

পাঠান ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দের এই ছবিটিতে ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকেও দেখা গিয়েছে। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। টাইগারের চরিত্রে এখানে সলমন খানকেও দেখা গিয়েছে। তিনি ক্যামিও চরিত্রে এখানে ধরা দিয়েছিলেন। যেদিন ছবিটি মুক্তি পায় সেদিনই দেশে ৫৭ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

অনুরাগ কাশ্যপের আগামী ছবি হল অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত। এই ছবিতে মুখ্য ভূমিকায় ভিকি কৌশলকে দেখা যাবে। তাঁর সঙ্গে আলায়া এফ, করণ মেহতাকে দেখা যেতে চলেছে। এটি একটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার ছবি হতে চলেছে।

বন্ধ করুন