জেল খেটেছেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি একথা এক সাক্ষাৎকারে সেকথা অকপটে স্বীকার করে নিয়েছেন পরিচালক। আর জেলে রাত কাটানোর ফলেই তাঁর জীবন বদলে গিয়েছিল। এমনটাই জানিয়েছেন অনুরাগ। কিন্তু কী এমন করেছিলেন, যেকারণে জেলে যেতে হয়েছিল পরিচালককে?
কারণ তিনি চড় মেরেছিলেন। তিনি এমন কাউকে চড় মেরেছিলেন, যাঁকে মারার অনুমতি তাঁর কাছে ছিল না। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় আপনি কি জেলে গিয়েছেন? জেলে যাওয়ার কথা মেনে নিয়ে অনুরাগ বলেন, ‘হ্য়াঁ গয়া হুঁ। ম্যায় গত আদমি কো থাপ্পড় মার দিয়া থা। এমন একজনকে মেরেছিলাম, যাঁকে মারার অনুমতি আমার ছিল না।’ কিন্তু কতদিন জেলে কাটিয়েছেন? একথায় অনুরাগ জানান, ‘একরাত।’
তবে এই প্রসঙ্গ ধরেই অনুরাগ বলেন, ‘জিস আদমি নে মুঝে জেল মে ডালা উসি আদমি নে মেরি লাইফ ভি বদল দি।’ (যে ব্যক্তি আমাকে কারাগারে পাঠিয়েছিলেন তিনিই আমার জীবনও বদলে দিয়েছিলেন)। এরপরই অনুরাগ উল্লেখ করেন, ‘তবে হ্যাঁঁ ওটা কিন্তু একটা লক-আপ ছিল, জেল নয়।’ অনুরাগ আরও বলেন, ‘তবে ওই ব্যক্তিই আবার আমার উপর খুশি হয়েছিলেন, কারণ, যেটা সঠিক আমি সেটার পক্ষে দাঁড়িয়েছিলাম। আর তাই তিনি আমায় লক-আপ থেকে মুক্ত করেন।’
এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি গুলশান দেবাইয়ার সঙ্গে ব্যাড কপ-এর প্রচারে ব্যস্ত রয়েছেন অনুরাগ কাশ্যপ। Disney+ Hotstar-এর নতুন সিরিজ ‘ব্যাড কপ’-এর জন্য গুলশান দেবাইয়া-এর সঙ্গে জুটি বেঁধেছেন অনুরাগ। যেখানে একটা ক্লাসিক কপ বনাম ভিলেনের গল্প উঠে আসবে। আর এই সিরিজেরই প্রচারে ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দেন অনুরাগ। এই সিরিজে অনুরাগের চরিত্রের নাম কাজব।
অনুরাগের কথায়, কাজবের মতো একটা চরিত্রই তাঁর এই সিরিজে অভিনয়ের জন্য আগ্রহী করে তুলেছিল। নিজের চরিত্রের কথা বলতে গিয়ে অনুরাগ বলেন, ‘আমার এই লোকটির (কাজবে) ভাবনাটা বেশ পছন্দ করেছি, যিনি কিনা কারাগারে থেকে কাজ করেছেন নিজের পরিবারের জন্য কারণ, তিনি পরিবারের সঙ্গে তিনি মানসিকভাবে জড়িয়ে ছিলেন। তিনি খলনায়ক হতে পারেন, তবে তাঁর সবটা খারাপ ছিল না। সে তার মতো করে ব্যবসা করার চেষ্টা করছে এবং নিজের পরিবার চালানোর চেষ্টা করেছে এবং জীবনকে উপভোগ করেছে।’