OTT-মাধ্যমে পরিচালক হিসাবে অনুরাগ কাশ্যপ বরাবরই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর হাত ধরে ওয়েবসিরিজের চরিত্রগুলি হয়ে উঠেছে অনেক বেশী জীবন্ত, বাস্তবিক। সিরিজের গল্পগুলিও বাস্তবের মতো অনেক বেশি রূঢ় হয়ে ধরা দিয়েছে। তবে সেই অনুরাগই নাকি আর OTT-তে ওয়েব সিরিজ বানাতে আগ্রহী নন। কিন্তু কেন? সম্প্রতি তা নিয়েই মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
'সেক্রেড গেমস'-থ্রি আর আসছে না। একথা অনেক আগেই স্পষ্ট করেছিলেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অনুরাগকে বলা হয়, সেক্রেড গেমস অসাধারণ, দর্শকরাও পছন্দ করেছে। আশাকরি, OTT-তে আপনার কাজ থেকে আরও বিস্ফোরক কিছু বিষয়বস্তুর দেখতে পাওয়া যাবে? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অনুরাগ বলেন, ‘ওটিটি-তে আমি আর আগ্রহী নই। যেখানে চরিত্রগুলির পদবী ব্যবহার করা যাবে না, চরিত্রগুলির মধ্যে যে জটিলতা তা তুলে ধরতে পারব না সেখানে আমি কাজ করব না। পরিচালকের স্পষ্ট কথা এত বিধিনিষেধ মেনে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। যদি বাস্তবতাকেই গল্পের মধ্যে তুলে ধরতে না পারি, তাহলে সেখানে কাজ করে কোনও লাভ কি?। তাঁর কথায়, অনেকেই এত বিধিনিষেধ মেনেও OTT-তে কাজ করবেন, তবে আমি এসবে নেই।’
অনুরাগ সাফ জানান, ‘তাণ্ডব নিয়ে যা কিছু ঘটেছে, যে বিতর্ক হয়েছে, তাতেই সকলে ভয় পেয়ে গিয়েছেন।ওটিটি-তে যেকোনও বিষয় নিয়ে সিরিজ বানানোর সাহস সকলেই হারিয়েছেন। ’প্রসঙ্গত, ২০২১-এ দেশজুড়ে জোরালো বিতর্কের মুখে পড়েছিল আলি আব্বাস জাফরের পরিচালিত আমাজন প্রাইমের ওয়েবসিরিজ 'তাণ্ডব'। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছিল বলে ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।সোশ্যাল মিডিয়ায় 'বয়কট তাণ্ডব' ডাকও উঠেছিল। তাণ্ডব নিয়ে ৬টি রাজ্যে FIRদায়ের করা হয়। 'তাণ্ডব'-এ অভিনয় করেছিলেন সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া মতো অভিনেতারা। তবে শুধু 'তাণ্ডব'-ই নয়, এর আগে অনুরাগ কাশ্যপের পরিচালনায় নেটফ্লিক্সের গোস্ট স্টোরিজের 'This is the End'-নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে সবিতা নামে এক চরিত্রকে গর্ভপাতের পর ভ্রুণ খেতে দেখা গিয়েছিল। এই সিরিজের কারণেও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের হয়।
'সেক্রেড গেমস'-এর প্রথম দুটি সিজন জনপ্রিয় হওয়া সত্ত্বেও সিজন-থ্রি কেন আসছে না? সে প্রসঙ্গে কিছুটা মজা করেই অনুরাগ বলেন, 'প্রযোজকদের কেউ বা কারা বলেছেন, মহিলারা অনুরাগের উপর আকর্ষিত হন না।' পরে ভুল ভেঙে অনুরাগ জানান, ‘সেক্রেড গেমস-থ্রি’ কেন আসছে না, তা একমাত্র নেটফ্লিক্সই বলতে পারবে।