আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া কাশ্যপ। প্রি ওয়েডিং পর্ব থেকে শুরু করে গায়ে হলুদ পর্ব, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। এবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল মেহেন্দি পর্বের বেশ কিছু ছবি।
আলিয়ার প্রিয় বন্ধু খুশি কাপুরের পোস্ট করা ছবিতে অনুরাগের কন্যা আলিয়া এবং হবু জামাই শেন গ্রেগোয়ারের প্রি ওয়েডিং পার্টির ছবি দেখা যায় যেখানে লাল সালোয়ারে সেজেছিলেন আলিয়া এবং অন্যদিকে শেন সেজেছিলেন বাঙালি জামাইয়ের আদলে।
প্রি ওয়েডিংয়ের পর গায়ে হলুদ পর্বে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুরাগ নিজেই। অনুরাগের পোস্ট করা ছবিতে দেখা যায় হবু নবদম্পতিকে ফুলের পাঁপড়ির বন্যায় ভেসে যেতে। তবে শুধু আলিয়া এবং শেন নন, অনুরাগের পোস্ট করা ছবিতে বিশেষভাবে নজর কেড়েছিলেন খুশি কাপুরও।
আরও পড়ুন: পুষ্পা ২ দেখে মুগ্ধ জিৎ, টলি-তারকাকে পালটা ধন্যবাদ আল্লুর, কী কথা হল
আরও পড়ুন: টুইঙ্কলের নাম বদলে অক্ষয় ডাকলেন 'ট্রফি স্ত্রী' বলে! কেন?
১১ ডিসেম্বরের আগে এবার মেহেন্দি পর্ব সম্পন্ন হল হবু নব দম্পতির। আলিয়ার মেহেন্দি আটিস্ট নিজের Instagram অ্যাকাউন্টে আলিয়া এবং শেনের মেহেন্দির বেশ কিছু ঝলক সামনে নিয়ে এসেছেন। মেহেন্দি আর্টিস্টের পোস্ট করা সেই সমস্ত ছবিতে দেখা গেছে, একে অপরের নাম নয়, বরং হাতে নিজেদের পোষ্য প্রাণীদের নাম লিখেছেন আলিয়া ও শেন।
আলিয়ার যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে দেখা গেছে, আলিয়ার মেহেন্দির নকশায় লুকিয়ে রয়েছে পোষ্য দুই প্রাণী কসমো এবং কাইয়ের নাম। শুধু তাই নয়, দুই হাতের তালুতে আঁকা রয়েছে একটি ছোট্ট কুকুর এবং বিড়ালের ছবি।
এই অসাধারণ মেহেন্দির নকশাটি ক্যামেরার সামনে তুলে ধরেছেন আলিয়া নিজেই। তবে শুধু আলিয়া নন, শেনের এক হাতেও দেখা গেল দুই ছোট্ট কুকুর এবং বিড়ালের চিত্র। যদিও অন্য হাতে আলিয়ার নাম খোদাই করে রেখেছেন তাঁর ভালোবাসার মানুষ।
মেহেন্দি অনুষ্ঠানের জন্য একই রঙের পোশাক বেছে নিয়েছেন হবু দম্পতি। সি গ্রিন রঙের পোশাকে দুজনকেই দেখতে লাগছিল অসাধারণ। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবু দম্পতিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
আরও পড়ুন: ‘সপ্তাহে তিনদিন…’ ফিট থাকতে কেবল শরীর চর্চা নয়, সৌরভের সিক্রেট ডায়েট ফাঁস করলেন মমতা
প্রসঙ্গত, বিয়ের কিছুদিন আগেই মেয়ের সঙ্গে সিনেমা ডেট করেন অনুরাগ কাশ্যপ। অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি দেখেন অনুরাগ। সিনেমার গল্পের প্রশংসা করার পাশাপাশি তিনি অভিষেকের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।