পরিচালক অনুরাগ কাশ্যপ মঙ্গলবার ঘোষণা করেছেন তাঁর জনপ্রিয় ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর 'পার্ট ২' ৩০ অগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে। ২০১২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ মনোজ বাজপেয়ীকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়াও সঙ্গে ছিলেন তৎকালীন উদীয়মান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং জয়দীপ আহলাওয়াত।
জনপ্রিয় ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর রি-রিলিজ সম্পর্কে
'গ্যাংস অফ ওয়াসেপুর' নিয়ে বেশিরভাগ দর্শকরাই ইতিবাচক সমালোচনা করেছিলেন, যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই ছবি। তাছাড়াও সমালোচকদের থেকে অনেক প্রশংসা লাভ করেছিল এই ছবি এবং এটি বাণিজ্যিক ভাবেও অল্প দিনে অনেকটা সাফল্য অর্জন করেছিল।
অনুরাগ কাশ্যপ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ছবির রি-রিলিজের আপডেটটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'তিন দিনের মধ্যে গ্যাং ফিরে আসবে... GOW আবার সিনেমায়।'
নির্মাতারা একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, 'গ্যাংস অফ ওয়াসেপুর' ৩০ অগস্ট প্রক্ষাগৃহে মুক্তি পাবে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ছবির টিকিট মিরাজ সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই চলে এসেছে৷ শুরু হয়েছে প্র-বুকিং।
আরও পড়ুন: ৪৫০ কোটি থেকে সামান্যই দূরে! ১২তম দিনে জন্মাষ্টমীর ছুটিতে কত আয় করল স্ত্রী ২
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ধানবাদের কাছে একটি ছোট শহর ওয়াসেপুরকে ছবির প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছিল। ছবিতে মূলত অপরাধ ও খুনের সঙ্গে জড়িয়ে থাকা একটি কয়লা মাফিয়া পরিবারের তিন প্রজন্মের কাহিনী দেখানো হয়েছে।
অনুরাগ কাশ্যপ এবং জিশান কাদরি এই ছবির চিত্রনাট্য লিখেছেন। 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর প্রথম পার্ট ২২ জুন, ২০১২-এ মুক্তি পায় এবং দ্বিতীয় অংশটি ৮ অগস্ট, ২০১২-এ বড়পর্দায় মুক্তি পায়। ছবির সাউন্ডট্র্যাকের দায়িত্বে ছিলেন স্নেহা খানওয়ালকার, পীযূষ মিশ্র রচনা এবং বরুণ গ্রোভার।
বরুণ মঙ্গলবার তার এক্স হ্যান্ডেলে পুনঃপ্রকাশের ঘোষণা করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'GOW-২ প্রথমবার থিয়েটারে মুক্তি পায়নি সেভাবে (মাত্র ৫ দিনের জন্য ছিল) তাই এবার আবার মুক্তি পাচ্ছে বড় পর্দায়, আশা করি দর্শকরা এটাকে এবার বড় পর্দায় দেখে আনন্দ পাবেন।'
'গ্যাংস অফ ওয়াসেপুর' ২০১২ সালের কান ডিরেক্টরস ফোর্টনাইট-এ প্রদর্শিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল হিন্দি ভাষার ছবি হিসেবে। বিশ্বজুড়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবি খুব ভালো সাড়া পেয়েছিল।