কিছুদিন আগে পাইথনকে আদর করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আর এবার এটা কী করলেন দিব্যজ্যোতি দত্ত! হাতির মল দিয়ে কাগজ তৈরি করতে শেখালেন টেলি অভিনেতা দিব্য়জ্যোতি দত্ত। কী অবাক হচ্ছেন তো! তবে এটাই ঘটেছে। ভাবছেন সেটা আবার কীভাবে সম্ভব?
ভিডিয়ো পোস্ট করে দিব্যজ্যোতিকে বলতে শোনা গেল, ‘এটা করতে অনেকদিন সময় লাগে। কারণ হাতির গু (মল) শুকিয়ে সেখাকে বেকিং সোডা দিয়ে মেখে লেচি বানিয়ে ৭ ঘণ্টা সিদ্ধ করতে হয়। এরপর আমি যে এটা ভাঙছি, সেটা এভাবে ৫-১০মিনিট রেখে শুকিয়ে একটা পেপার তৈরি হবে।’
ভিডিয়োতে দিব্যজ্যোতিকে একটা কাঠের কাগজ তৈরির ফ্রেমে সেটা বানাতে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই সেই বেকিং সোডা মেশানো, সিদ্ধ করা হাতির মলের তালগুলি ভাঙলেন। মাঝে তারপর সেটা জলের মধ্যে মেশাতে দেখা গেলো তাঁকে। এরপর সেটা জল থেকে তুলে নিজের হাতে শুকোতে দিলেন দিব্যজ্যোতি। যিনি সেটা শেখাচ্ছিলেন, তাঁর সঙ্গে কথা বলতেও দেখা গেল অভিনেতাকে। শেষপর্যন্ত শুকিয়ে গিয়ে তৈরি হল কাগজ। কেমন হয়েছে, সেটা নিজের হাতে তুলেও দেখালেন দিব্যজ্যোতি। বললেন, ‘হ্য়াঁ এইপেপার (কাগজ) সত্যিই হাতির পটি (মল) দিয়ে তৈরি। ’
সম্প্রতি দিব্যজ্যোতি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। হাতির মল থেকে কাগজ তৈরির ভিডিয়োও সেখানে গিয়েই বানিয়েছেন তিনি। দিব্যজ্যোতির ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে, থাইল্যান্ডের ‘নুগ নুচ ট্রপিক্যাল গার্ডেন’-এ গিয়েছিলেন অভিনেতা, সেখানেই তিনি এইসব কাণ্ড ঘটিয়েছেন। দু'দিন আগে সেখানে গিয়েই বিশালাকৃতির একটা পাইথনকে জড়িয়ে আদর করতে দেখা গিয়েছিল দিব্যজ্যোতি দত্তকে। সেই ভিডিয়োও পোস্ট করেছিলেন। আবার কখনও পাটায়ার সমুদ্র সৈকতে গিয়ে বালির উপর আঁচর কেটে 'আই লাভ অনুরাগের ছোঁয়া' লিখতেও দেখা গিয়েছে 'সূর্য' দিব্যজ্যোতিকে।
প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’য় সূর্য-দীপার কাহিনী সকলেরই মন কেড়েছে। শুরু থেকেই TRP তালিকায় উপরের দিকেই ছিল এই ধারাবাহিকটি। তবে চলতি সপ্তাহে TRP তালিকায় ৬ নম্বরে নেমে এসেছে অনুরাগের ছোঁয়া। প্রথম তিন নম্বরে রয়েছে 'নিম ফুলের মধু', ‘ফুলকি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালগুলি।