ব্যাংককে পাইথনকে আদর করে খবরের শিরোনামে উঠে এসেছিল দিব্য়জ্যোতি দত্ত। সেখানে নায়ক ওই হলুদ রঙের পাইথন সাপকে গলায় জড়়িয়ে ছবিও তুলেছিলেন। তাঁর সেই ছবি প্রকাশ্যে আসতেই হয়েছিল ভাইরাল। তারপর নিজের হাতে হাতির মল দিয়ে কাগজও তৈরি করতে শিখিয়েছেন টেলি অভিনেতা। আর এবার একেবারে চিতাকে চুমু খেলেন। কী অবাক হচ্ছেন তো! কিন্তু এটাই ঘটেছে। নিজেই সমাজমাধ্যমের পাতায় ভিডিয়ো প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।
দিব্য়জ্যোতির শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে অভিনেতা বসে রয়েছেন একটি চিতা বাঘের পাশে। ভালোবেসে মনের সুখে আদর করে চলেছেন চিতাকে। আর সেই চিতাও বেশ খুশি মনে নায়কের আদর খেয়ে যাচ্ছে। মাথায় হাত বোলাতে বোলতেই আবার নায়ক তার কপালে চুমু নেয়। তাতেও কোনও আপত্তি বা বিরক্ত নেই তার। বরং আহ্লাদি চিতা অভিনেতা কোলে মাথা রেখে ঘুমিয়েও পড়ে আদর খেতে খেতে। বাঘের সঙ্গে নায়কের এই ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় আসতেই হয়েছে ভাইরাল। ভিডিয়োটি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘ডেট উইথ চিতা।’
আরও পড়ুন: কবে মুক্তি পাবে শ্রদ্ধার 'স্ত্রী ৩'? প্রকাশ্য এল ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর রিলিজের তারিখও
বছরের দ্বিতীয় দিনে সবাইকে চমকে দিয়ে অভিনেতা এই ভিডিয়ো পোস্ট করেন। অভিনেতার ভিডিয়ো দেখে অনুরাগীরাও নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তাঁর পোস্টের কমেন্টবক্স। কেউ কেউ তাঁকে নিয়ে ট্রোলও করেছেন। একজন তাঁকে খোঁচা লিখেছেন, ‘দাদা আপনার জন্য চন্দ্রবোড়া সাপ রেখেছি, ওই সাপটাও চায় আপনার হাতে আদর খেতে। আমাদের জঙ্গলে ঘোরে আপনি এলে ও খুশি হবে।’
আরও পড়ুন: 'অনেকের মতে আমি KHNH পরিচালনা করিনি' করণের সঙ্গে দ্বন্দ নিয়ে মুখ খুললেন নিখিল
বর্তমানে অভিনেতাকে অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে ‘ডক্টর সূর্য সেনগুপ্ত’ -এর ভূমিকায় দেখা যাচ্ছে। বহু দিন ধরে দীপা-সূর্যের মিল না হওয়া এবং 'মিশকা'র (মেগার খলনায়িকা) একই ভাবে ষড়যন্ত্র করে যাওয়ার জন্য অনেকের কাছেই এই মেগা এখন একঘেয়ে হয়ে গিয়েছে। এক সময়কার টিআরপি টপার এই মেগা আজ সেরা দশেও নেই। তাই একজন রসিকতা করেই লেখেন, ‘আপনি কি চিতাকে অনুরাগের ছোঁয়া দেখতে বলেছেন?’
আরও পড়ুন: বিয়ার পানের অনুমতি চায় লব-কুশ! শত্রুঘ্নর ২ ছেলে কোন বয়সে করেছিল মদ্যপানের আবদার
আবার অনেকে নায়কের প্রশংসা করেও নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তোমাকে যত দেখি, বার বার একটা কথাই মনে হয়, কোন ধাতু দিয়ে গড়া তুমি? তোমার একটুও ভয় নেই। ’ আর একজন লেখেন, ‘সত্যি তোমার সাহস আছে।’ আবার এক জন লেখেন, ‘ওলে বাবালে কী মিষ্টি গো। পুরো তোমার মতোই কিউট।’