স্টার জলসার অনুরাগের ছোঁয়া রয়েছে অনেক দর্শকেরই প্রিয় ধারাবাহিকের তালিকায়। দর্শকদের থেকে ভরে ভরে ভালোবাসা পাচ্ছে সূর্য আর দীপা। অর্থাৎ মেগায় কেন্দ্রীয় চরিত্রে থাকা দুই অভিনেতা স্বস্তিকা ঘোষ ও দিব্যজ্যোতি দত্ত। একটানা বেঙ্গল টপার এই ধারাবাহিক চলতি সপ্তাহেই ছিটকে গিয়েছে প্রথম স্থান থেকে। যদিও মাত্র ১ নম্বরের জন্য। টিআরপি তালিকায় জগদ্ধাত্রীর পরেই জায়গা হয়েছে অনুরাগের ছোঁয়ার।
‘সরস্বতীর প্রেম’ সিরিয়াল দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন স্বস্তিকা। তবে দর্শক মাঝে জনপ্রিয়তা এনে দিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকই। আর এখন জানা গেল, অভিনয়ের মতো স্বস্তিকা গানও গান দুর্দান্ত। এক মাচা শো-র ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে দীপার সুরেলা গলার তারিফ শেষই হচ্ছে না।
কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের গানে ভরা মঞ্চে তাক লাগালেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। গাইলেন মঙ্গল দ্বীপ জ্বেলে। যেখানে বেশিরভাগ অভিনেত্রীই সুর-তাল-লয়ে ভুল করে ট্রোল হন, সেখানে দীপার গানের গলায় মুগ্ধ তাঁর অনুরাগীরা।
দিনকয়েক আগেই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন। নাচ, গান দুটোই ভালো জানেন। আর অভিনয়ের কথা তো নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘রায়দিঘি থেকে বাবার সঙ্গে অডিশন দিতে আসতাম কলকাতায়। ট্রেনে করে আসতে সময় লাগত তিন ঘণ্টা আবার বাড়ি যেতে আরও তিন ঘণ্টা। এমনও অনেক দিন হয়েছে যে, বাড়ি ফিরতে পারিনি। দু’-তিন বার তো স্টেশনেই রাত কাটাতে হয়েছে।’
এই অনুষ্ঠানের দিনই স্বস্তিকা তাঁর সাফল্যের সিক্রেট শেয়ার করে জানান, ‘কেউ চায় ইঞ্জিনিয়র হতে, কেউ চায় ডাক্তার হতে, কেউ চায় পুলিশ হতে। নিজের ইচ্ছে কী হতে চাও বড় হয়ে যেদিন বুঝতে পারবে, তাতে যদি পুরো ফোকাস করা যায়, একটু বেশিই মন দেওয়া যায়, তাহেল সাফল্য আসবেই। আমিও আমার স্ট্রাগলের সময় মা-বাবাকে খুব পাশে পেয়েছি। বাবা-মায়ের সাপোর্ট না থাকলে এত দূর আসা হত না।’
তবে স্বস্তিকা কাজের পাশাপাশি আজকাল খবরে আছেন সহ অভিনেতা দিব্যজ্যোতির সঙ্গে ঝামেলার খবরে। ইনস্টাগ্রামে সম্প্রতি একে-অপরকে আনফলো করে দিয়েছেন। খবর রটে গেছে, সূর্য আর দীপার মধ্যে অফস্ক্রিন সম্পর্কও নাকি তলানিতে এসে থেমেছে। যেই খবর মনে কষ্ট দিয়েছে এই জুটির ভক্তদের। এমনকী, এই খবর রটার পর থেকেই দু দুবার সেরার স্থান হারাতে হয়েছে অনুরাগের ছোঁয়াকে।