অনুরাগের ছোঁয়া এখন আবারও টানটান পর্বে এসে দাঁড়িয়ে। মিশকা সেনের শয়তানি কিছুতেই যেন পিছু ছাড়ছে না। সূর্য আর দীপাকে সে কিছুতেই যেন শান্তিতে থাকতে দেবে না বলে পণ করেছে। অনেক কষ্টে সূর্য আর দীপা যদিও বা এক হয়েছে আবারও তাদের আলাদা করতে উঠে পড়ে লেগেছে মিশকা। সূর্য তার ফার্টিলিটি এবং ডিএনএ টেস্টের জন্য যে স্পার্ম স্যাম্পল হাসপাতালে দিয়েছিল সেখান থেকে স্পার্ম চুরি করে অসৎ ডাক্তারের সাহায্যে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছে মিশকা। ফলে তার গর্ভে এখন সূর্যরই সন্তান কিন্তু সেটা তার অজ্ঞাতে। এখন এই সমস্ত বিষয় জানতে পেরেছে দীপা। তাই সে চায় না সেনগুপ্ত বাড়ির সন্তান জেলে জন্মাক। মিশকাকে এবার সে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়। তুলে নিতে চায় সমস্ত কেস।
দীপার এই কথা মোটেই কেউ মানতে চায় না। সূর্য না না করে ওঠে। সে বলে এত কষ্টে আমরা এক হয়েছি আর দূরত্ব চাই না। কিন্তু দীপা তার কথায় অটল থাকে। এবার এমন অবস্থায় কী করে মিশকাকে টাইট দেবে সেনগুপ্ত পরিবার সেটারই আভাস মিলল।
আরও পড়ুন: বক্স অফিসে তেজি ঘোড়ার মতো ছুটছে বাঘা যতীন, দশম অবতারকে টপকাল কি দেবের ছবি?
আরও পড়ুন: শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি, বর-দেওরকে টাইট দিতে দুর্গা মূর্তি ধারণ শিমুলের
প্রারাব্ধির পোস্ট
এদিন পর্দার জয় সেনগুপ্ত ওরফে প্রারাব্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে লাল শাড়ি পরে দেখা যায়। এক ঝলকে দেখে তাঁকে ছেলে বলে চেনার এতটুকু উপায় নেই। লম্বা চুল, কাজল কালো আঁখি, ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন একেবারেই মোহময়ী নারী হয়ে উঠেছেন তিনি।
এই ছবি দুটো পোস্ট করে প্রারাব্ধি লেখেন, 'মিশকা ইজ অন ফায়ার। আজকের পর্ব দেখতে ভুলবেন না, দারুণ বিনোদন পাবেন।'
ফলে তাঁর পোস্ট থেকে এটুকু স্পষ্ট যে এবার সূর্যর ভাই জয় মিশকার উপর বদলা নেবে। কিন্তু কীভাবে সে মিশকার উপর বদলা নেন সেটাই এখন দেখার। সবটা মিলিয়ে অনুরাগের ছোঁয়ার গল্প এখন জমজমাট।