বাংলা টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল 'অনুরাগের ছোঁয়া।' ধারাবাহিকের গল্পে ফিরে এসেছে ডঃ সূর্য সেনগুপ্তের স্মৃতি। স্ত্রী দীপাকে মনে পড়েছে তাঁর, মনে পড়েছে দুই মেয়ে সোনা ও রূপাকে। হাজারও ঝড়-ঝাপ্টার পর এক সুখী পরিবারের স্মৃতি ফুটে উঠেছে সিরিয়ালে।
জানা যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের টাইম স্প্যানে একটা পরিবর্তন আসবে। সিরিয়ালের গল্পে সূর্য-দীপার মেয়ে সোনা-রূপা অনেকটাই বড় হয়ে যাবে। এদিকে জানা যাচ্ছে, রূপার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। হ্যাঁ, ঠিকই শুনছেন 'করুণাময়ী রানি রাসমণি' সিরিয়ালের পর আর সিরিয়ালের পর্দায় দেখা যায়নি দিতিপ্রিয়াকে। তিনি ব্যস্ত ছিলেন সিনেমা, ওয়েব সিরিজের কাজ নিয়েই। এছাড়াও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন দিতিপ্রিয়া। তবে এবার তিনি ফিরছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া-তে। তাঁর টেলিভিশনের দুনিয়ায় কামব্যাক করার খবরে বেজায় খুশি টেলিপর্দার দর্শকরা।
তবে সোনা-রূপার চরিত্রে যাঁরা অভিনয় করছিলেন, সেই খুদে তারকার কি পথ চলা শেষ? নাকি তাঁরা আবারও ফিরবে কোনও ফ্ল্যাশ ব্যাকে।
প্রসঙ্গত, সোনা-রূপার চরিত্রে যাঁরা অভিনয় করছিল তাঁরা হল মিশিতা রায় চৌধুরী ও সৃষ্টি মজুমদার। সোনা অর্থাৎ মিশিতার মা সুমনা রায়চৌধুরী এবিষয়ে 'এই সময়'কে জানান, ‘আমাদের চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সবই শোনা কথা। পরের মাসের ডেটও নিয়ে রাখা হয়েছে। যদি সেটা সত্যি হয়, তাহলে বলব দর্শক এবার একটা নতুন গল্প দেখবে। তবে মন খারাপ হবেই কারণ দর্শক সোনা-রূপাকে খুব মিস করবে। ’
সুমনা আরও বলেন, ‘মিশিতা ও সৃষ্টি দুজনেই খুব পরিশ্রমী। সিরিয়ালের পরিচালকও খুব ভালো মানুষ। তিনি আমার মেয়েকে নিজের হাতে তৈরি করেছেন। সিরিয়াল যদি ওঁর ট্র্যাকে না থাকে তাহলে কিছু করার নেই। তবে আমি চাইব ও আরও কাজ করুক। পড়াশোনার সঙ্গে অভিনয়টাও চালিয়ে যাক।’
অন্যদিকে রূপা অর্থাৎ সৃষ্টির মা মাধুরী ভি মজুমদার এইসময়কে বলেন, ‘আমিও এসব শুনতে পাচ্ছি, তবে আমাকে এখনও কিছুই জানানো হয়নি। তবে সোনা-রূপার চরিত্রটা নিঃসন্দেহে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল। ওরা খুব খেটেছে। আমি চাইব, এই সিরিয়ালের পর আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাক।’
তবে শুধু সিরিয়ালের পর্দাতেই নয়, সৃষ্টি ও মিশিতারও দারুণ বন্ধুত্ব। একসঙ্গেই নাকি সেটে আসত দুই খুদে। তবে সিরিয়ালে গল্প যদি এদিয়ে যায় তাঁদেরও এবার থেকে আর রোজ রোজ দেখা হবে না, সেকথা অবশ্য এখনও জানে না দুই খুদে অভিনেতা মিশিতা ও সৃষ্টি। তবে জানলে যে তাদের খুবই মন খারাপ হবে তা বলাই বাহুল্য।